খেলা বিভাগে ফিরে যান

ফিরে দেখা, কলকাতায় মারাদোনা

November 26, 2020 | 2 min read

গতকাল চিরতরে চলে গিয়েছেন ফুটবলের রাজপুত্র। মাত্র ৬০ বছর বয়েসেই স্তব্ধ হয়ে গেল আর্জেন্টিনার এই ফুটবল তারকার স্পন্দন। ‘হ্যান্ড অফ গড’ গোল খ্যাত এই তারকা প্রায় দুযুগ ধরে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের মনে রাজত্ব করেছেন।

২০০৮-এ সল্টলেক স্টেডিয়ামে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় এবং প্রীতি ম্যাচের আগে কলকাতার দর্শকরা ১০ মিনিটের জন্য তাঁর পায়ের জাদু দেখতে পান। সেবার মাদার হাউসে গিয়ে মাদার টেরেজার সমাধিতে শ্রদ্ধা প্রকাশ করেন তিনি।

সেই ম্যারাদোনা (Diego Maradona) ২০১৭ সালের ১১ ডিসেম্বর সৌরভ গাঙ্গুলির বিরূদ্ধে চ্যারিটি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন। কলকাতা তার ফুটবলের প্রতি আবেগের জন্যে বিখ্যাত। ‘দিয়েগো ভিএস দাদা’ এই ম্যাচ দেখার জন্যে অপেক্ষা করছিল গোটা শহর। কিন্তু ডান হাতে চোটের কারণে শেষ পর্যন্ত সেই ম্যাচ খেলা হয়নি দিয়েগোর। সারাটা দিন কাটিয়েছিলেন স্কুলের বাচ্চাদের সাথে। সেদিন সেখানে সবাইকে দেখা গিয়েছিল সেই বিখ্যাত ১০ নম্বরের জার্সি পরে।

এক ৪০ মিনিটের এগজিবিশন ম্যাচে অংশগ্রহণ করেছিলেন সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly)।

বাংলার ক্রিকেট দলের অধিনায়ক মনোজ তিওয়ারির (Manoj Tiwary) সাথে সেইদিনের ম্যাচে ছিলেন শ্যাম থাপা (Shyam Thapa), প্রসূন ব্যানার্জী (Prasun Banerjee), দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas), শিশির ঘোষ (Sisir Ghosh), বিশ্বজিৎ ভট্টাচার্যর (Biswajit Bhattyachariya) মতো ‘ফুটবল লেজেন্ড’ রা।

ম্যারাদোনা সেদিন বলেছিলেন ‘ভারত এবং ফুটবল এই দুইয়েরই একে অপরকে প্রয়োজন। এই দেশ বরাবরই আমাকে সাদরে গ্রহণ করেছে। আমি আপ্লুত’।

২০০৮ এবং ২০১৭, দু’বার কলকাতায় এসেছিলেন মারাদোনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#footballer, #Death

আরো দেখুন