রাজ্য বিভাগে ফিরে যান

হোম আইসোলেশনে থাকা করোনার রোগীরাও পাবেন সরকারি চিকিৎসা পরিষেবা

November 26, 2020 | < 1 min read

হোম আইসোলেশনে থেকে করোনার সঙ্গে লড়া রোগীরাও সরকারি চিকিৎসা পরিষেবা পাবেন। বিষয়টি নিয়ে আজ বুধবার বারাসত পুরসভায় বৈঠক হয়। কী ভাবে এই পরিষেবা দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। গোটা রাজ্যেই এমন পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার (State Government)।

বারাসতের মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ের (Sunil Mukherjee) মতে, অনেক সময় করোনা টেস্ট পজিটিভ (Covid 19) এলেও সে খবর প্রশাসনের কাছে পৌঁছচ্ছে না বা দেরিতে পৌঁছচ্ছে। ভীতি বা আর্থিক সঙ্গতি না থাকার কারণে অনেকে বাড়িতে থাকতে চাইছেন। তাই যাতে মানুষ ভীত না হন এবং বাড়িতে বসেই করোনার সরকারি চিকিৎসা পরিষেবা পান, সে জন্যই এই উদ্যোগ।

হোম আইসোলেশনে (Home Isolation) থাকা রোগীদের টেলিফোনের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। যদি অবস্থার অবনতি হয় তবে তাঁদের নির্দিষ্ট স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#home isolation, #covid19

আরো দেখুন