রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির থেকে মানবতা, সম্মান আশা করা যায় না, রাজুর কটূক্তিকে আক্রমণ ফিরহাদের

November 26, 2020 | < 1 min read

বিজেপি’‌র রাজ্য সভাপতির মতোই এবার বিজেপি’‌ রাজ্য সহ–সভাপতিও বেলাগাম ও বিতর্কিত মন্তব্য করেন। গতকাল পুরুলিয়ার মানবাজারে মহামিছিলের পর হাসপাতাল মোড়ে দাঁড়িয়ে রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) বলেন, ‘একশ্রেণির পুলিশ তৃণমূলের (TMC) দলদাস হয়ে কাজ করছেন। তাঁদের আর থানায় রেখে কী লাভ! তাঁদের থানা থেকে তুলে জুতো চাটাব।’

https://bangla.hindustantimes.com/bengal/districts/bjp-leader-raju-banerjee-makes-controversial-comment-on-police-31606375591344.html

এর নিন্দা ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে। এমনকি বিজেপির (BJP) অভ্যন্তরেও এই নিয়ে ক্ষোভ যথেষ্ট। আজ এই নিয়েই রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার (KMC) মেয়র একটি ট্যুইট করেন। তিনি বলেন, এই মন্তব্য খুবই হতাশাজনক, আপত্তিকর, আশঙ্কাজনক। তবে আমরা অনুভব করেছি বিজেপির থেকে কোনোরকম মানবতা এবং সম্মান আশা করা যায়না। যে রাজ্যপুলিশ (West Bengal Police) রাজ্যবাসীর নিরাপত্তার জন্য প্রাণপাত করে, তাদের সম্বন্ধে এরকম মন্তব্য কোন সাহসে করতে পারে রাজু বন্দ্যোপাধ্যায়?

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #raju banerjee

আরো দেখুন