বিয়ে বাড়ির সাজে মেনে চলুন এই টিপসগুলি

বিশেষ করে বিয়ে যদি শীতকালে হয় তাহলে সাজগোজ একটু জম্পেশ করে করাই যায়। কারণ শীতে মেকআপ গলে যাওয়ার কোনো চান্স থাকে না।

November 28, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

এসে গিয়েছে সাজগোজের মরসুম। শীতকাল প্রচুর নেমন্তন্ন, তা সে নিজের বাড়িতেই হোক বা বন্ধুর বাড়িতে বা আত্মীয়ের বাড়িতে। বিয়েবাড়িতে জমকালো সাজ না হলে একেবারেই চলে না। বিশেষ করে বিয়ে যদি  শীতকালে হয় তাহলে সাজগোজ একটু জম্পেশ করে করাই যায়। কারণ শীতে মেকআপ গলে যাওয়ার কোনো চান্স থাকে না। 

দেখে নিন বিয়েবাড়ির সাজের সহজ ৫ টি টিপসঃ 

১. প্রথমেই বাছুন পোশাক 

বিয়েবাড়িতে কিন্তু ম্যাড়মেড়ে সাজ একেবারেই ভালো লাগে না। বিশেষ করে পার্টি যদি রাতে হয় তাহলে তো একেবারেই নয়। তবে তার জন্য সব মিলিয়ে আপনার সাজ হতে হবে একেবারে টিপটপ। তাই প্রথমেই বেছে নিন কী পরতে চাইছেন। যদি আপনার পছন্দের তালিকায় থাকে শাড়ি, সেক্ষেত্রে একটু ব্রাইট রং কিন্তু বেশ ভালো মানাবে। যদি শাড়ি প্লেন ও হালকা হয় তাহলে ব্লাউজ কিন্তু হতে হবে ব্রাইট। কারণ এখন কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচই হিট। এছাড়া আপনার চয়েস সালোয়ার বা লেহেঙ্গাও হতে পারে। বিয়ে বাড়ি যাবার আগে যাতে গালে হাত দিয়ে ভাবতে বসতে না হয় তার জন্য আগে থেকেই কিন্তু ড্রেস পরিপাটি করে ঠিক করে রাখা উচিত।

২. হাত পায়ের যত্ন

বিয়েবাড়ি যাচ্ছেন অথচ আপনার হাত ও পা দুটি একেবারে কাজ করে করে বিশ্রী অবস্থায় আছে তা কিন্তু চলবে না। হাত-পা ভালো করে পরিষ্কার করুন। পারলে একবার ‘দাশবাসে’র টিপস ফলো করে বাড়িতেই ১ দিন বা দু’দিন আগে ম্যানিকিওর, পেডিকিয়র করে ফেলুন। হাতে ও পায়ের নখে সুন্দর করে নেলপলিশ লাগিয়ে নিন।

৩. গয়না

কী গয়না আপনি পরতে চান তা আগে থেকেই ঠিক করে নিন এবং তা অবশ্যই হওয়া চাই আপনার ড্রেসের সাথে একেবারে ম্যাচিং। সোনার গয়না যেমন ভালো লাগে তেমনি জাঙ্ক বা সিলভার ওর্নামেন্টও আজকাল ফ্যাশনে ইন। যেমন আপনার শাড়িটি যদি প্লেন এবং সিম্পল হয় সেক্ষেত্রে তার সাথে হেভি জাঙ্ক জুয়েলারি সবথেকে বেশী ভালো লাগবে। তা নেকপিস হতে পারে বা একটু লম্বাও হতে পারে। এছাড়া হাতে কী পরতে চাইছেন আপনার শাড়ি বা সালোয়ার বা অন্য কিছুর সাথে তা ম্যাচ করে গুছিয়ে রাখুন আগের থেকেই।

৪. জুতো ও ব্যাগ

শাড়ি বা গয়না যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট হলো তার সাথে ম্যাচ করা জুতো ও ব্যাগ সিলেক্ট করা। আপনার জুতো ও ব্যাগও কিন্তু হওয়া চাই আপনার সাজের সাথে একেবারে ম্যাচ। তাহলেই কিন্তু বিয়েবাড়ির সাজ কমপ্লিট হবে।

৫. মেকআপ পর্ব

এবার সবথেকে গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনার মেকআপ। এটা নির্ভর করে আপনার সময়ের ওপর। মেকআপ করতে পার্লারে যেতেই পারেন। না হলে বাড়িতেই ব্যাপারটা সেরে ফেলতে পারেন।

প্রথমেই আপনার ত্বক পরিষ্কার করে স্ক্রাব করে নিন। এতে ডেড সেলগুলি পরিষ্কার হয়ে যায়। এবার মুখ ধুয়ে ভালো করে মুখ ময়েশ্চারাইজ করে নিন। ১০ মিনিট পর প্রথমে প্রাইমার এবং পরে ফাউন্ডেশন প্রয়োগ করুন। শীতকালে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করাই ভালো। এতে আপনার ত্বক রুক্ষ দেখতে লাগবে না। মেকআপ ভালো করে ব্লেন্ড করে চোখের মেকআপ করে নিন। আইশ্যাডোর শেড আপনার ড্রেসের সাথে ম্যাচ করে বেছে নিন। নেক্সট, লিপস্টিক লাগিয়ে নিন। মুখের মেকআপ শেষ।

এবার পছন্দ মত হেয়ার স্টাইল করে ফেলুন এবং সব শেষে শাড়ি বা যে ড্রেস আপনি বেছে রেখেছেন সেটা পরে একবারে রেডি হয়ে নিন।

বিয়ে বাড়িতে সাজগোজ করুন এই টিপসগুলি মাথায় রেখে। এতে আপনার সাজতেও সময় লাগবে না এবং সাজও হবে একেবারে টিপটপ। এবং সবার নজর শুধু নববধু বা বর নয়, থাকবে আপনার ওপরেও!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen