রিসেপশনে বিন্দাস অনির্বাণ-মধুরিমা, নাচ-গানে জমজমাট অনুষ্ঠান

নাট্যজগতের ঘনিষ্ঠ ও আত্মীয়-বন্ধুদের মাঝেই শুক্রবারের অনুষ্ঠান সারলেন নাট্যজগৎ ও টলিপাড়ার ‘আই ক্যান্ডি’ অনির্বাণ ভট্টাচার্য।

November 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিয়ের মতোই বিয়ের রিসেপশনও জাঁকজমকহীন ভাবেই সারলেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে। রিসেপশনটিও হল সেখানেই। নাট্যজগতের ঘনিষ্ঠ ও আত্মীয়-বন্ধুদের মাঝেই শুক্রবারের অনুষ্ঠান সারলেন নাট্যজগৎ ও টলিপাড়ার ‘আই ক্যান্ডি’ অনির্বাণ ভট্টাচার্য।

বিয়ের অনুষ্ঠানের মতো রিসেপশনেও একশো থেকে দেড়শো জনের বেশি নিমন্ত্রিত ছিলেন না। করোনার মধ্যে বিয়ে ও রিসেপশন। সতর্কতা মেনে তো চলতেই হবে। তার উপরে অনির্বাণ ব্যক্তিগত ভাবে হইহট্টগোল, চাকচিক্য পছন্দ করেন না। সাদা পাঞ্জাবি, নীল উত্তরীয়—সাবেক সাজে অনির্বাণকে বেশ মানিয়েছে। বেশ খোশমেজাজেই তিনি অনুষ্ঠানে ছিলেন। এরই পাশাপাশি, ধূসর রঙের শাড়িতে সকলের চোখ কাড়ছেন মধুরিমা।

‘সংঘারাম’ নাট্যদলের সদস্যরা সদ্যবিবাহিত দম্পতিকে চমক দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রস্তুতি চলে দম্পতির অগোচরেই। নাচ, গান ও অভিনয় মিলিয়ে চমৎকার পারফরম্যান্স দেখে আপ্লুত অনির্বাণ ও মধুরিমা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen