রাজ্য বিভাগে ফিরে যান

কৃষক আয় নিয়ে কেন্দ্রকে খোঁচা তৃণমূলের

November 30, 2020 | < 1 min read

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল দিল্লী। জলকামান, টিয়ার গ্যাসেও রোখা যায়নি কৃষকদের মিছিল। এই পরিস্থিতিতে মোদীকে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে করালেন তৃণমূলের (Trinamool) রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। সঙ্গে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী কথা না রাখলেও মমতা জমানায় বাংলায় কৃষকদের আয় তিন গুণ বেড়েছে।

সোমবার একটি টুইটে কৃষকদের আয় নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন ডেরেক। তিনি লিখেছেন, ‘মিত্রো, ২০২২ সালের মধ্যে কৃষকদের (Farmers) আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী-শাহ। কিন্তু বর্তমান হার অনুযায়ী দেখা যাচ্ছে ২০২৮ সালেও প্রতিশ্রুতিপূরণ হবে না। অন্যদিকে মমতার শাসনে ৯ বছরের মধ্যেই কৃষকদের আয় ৩ গুণ বেড়েছে।’

টুইটের সঙ্গে রাজ্যসভার ভাষণের একটি ভিডিও শেয়ার করেছেন ডেরেক। সেখানে নোটবন্দী থেকে ডিজিটাল ইন্ডিয়া (Digital India) নিয়েও আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ। ২ কোটি বেকারকে চাকরি না দিতে পাড়া নিয়েও মোদী সরকারকে একহাত নিয়েছেন ডেরেক। প্রসঙ্গত, কৃষকদের বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘কৃষকবন্ধু’ প্রকল্প চালু করেছে মমতা সরকার। ৭২ লক্ষেরও বেশি কৃষক পরিবার এতে উপকৃত হয়েছেন। কেন্দ্র সরকারের কোনও সাহায্য ছাড়াই ফসল বিমা প্রকল্পও চালু হয়েছে বাংলায়। ৬৯ লক্ষেরও বেশি কৃষককে দেওয়া হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড (Kishan Credit Card)।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #farmers

আরো দেখুন