শিলিগুড়িতে ফিরহাদ, তৃণমূলের মিছিলে জনজোয়ার
কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সোমবার শিলিগুড়ি শহরে দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস মিছিল করে। গত কয়েক সপ্তাহ ধরে শহরে বিজেপির শীর্ষস্তরের নেতারা ঘন ঘন বৈঠক করছেন। এমন অবস্থায় দলের যুব কর্মীদের মনোবল আরও চাঙ্গা করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূলও (Trinamool)।
কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আয়োজিত এদিন যুব তৃণমূলের মিছিলে সামনে থেকে পা মেলান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শহরের বাঘাযতীন পার্ক চত্বর থেকে শুরু হওয়া ওই মিছিলে শামিল হন মহকুমার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার যুব তৃণমূল কর্মী। মিছিলটি শেষ হয় জোড়া মহানন্দা সেতু এলাকায়। রাষ্ট্রায়ত্ত উদ্যোগে ঢালাও বেসরকারিকরণ, কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, ধর্মীয় মেরুকরণ, রাজ্যের পাওনা টাকা আটকে রাখা সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এদিন ওই মিছিল হয়। পুরমন্ত্রী ছাড়াও মিছিলে হাঁটেন জেলা তৃণমূলের সভাপতি (সমতল) রঞ্জন সরকার, পুরসভার কোঅর্ডিনেটর নান্টু পাল, শিলিগুড়ি টাউন তৃণমূল-১’র সভাপতি সঞ্জয় পাঠক প্রমুখ। এদিন মিছিলের জেরে দুপুরে শিলিড়ি শহরের বিভিন্ন রাস্তায় প্রবল যানজট হয়।