কলকাতা বিভাগে ফিরে যান

প্রথম করোনা টিকা নিতে প্রস্তুত পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

December 2, 2020 | < 1 min read

করোনা প্রতিষেধক টিকা নেয়ার জন্যে প্রস্তুত পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা শহরের প্রথম ব্যক্তি হিসেবে আজ বিকেল ৪টের সময় কো-ভ্যাকসিন টিকার নিতে চলেছেন তিনি। গত সপ্তাহে NICED করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্যে স্বেচ্ছাসেবক হওয়ার প্রস্তাব দেয় হাকিমকে। তিনি আর দেরি করেননি, সায় দেন সঙ্গে সঙ্গে।

ফিরহাদ হাকিমের বয়স ষাটের ওপর। জানা গিয়েছে, তাঁর শরীর সুস্থ! কোন কো-মোর্বিডিটি নেই। পুরমন্ত্রী জানান, “নাইসেড কো ভ্যাকসিনের ট্রায়াল নেয়ার জন্য আমার সাথে যোগাযোগ করেছিল। তারা পরীক্ষামূলক প্রথম ডোজটা প্রয়োগ করতে চাইছে আমার শরীরে। আমি এক কথায় রাজি হয়ে গিয়েছি। যেদিন নাইসেড থেকে ডাকবে আমি টিকা নিয়ে আসব।”

গোটা ভারতজুড়ে এখন তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সারা ভারতে মোট ২৪ টি সংস্থা এই টিকা ট্রায়াল করার অনুমতি পেয়েছে। এর মধ্যেই একটি হচ্ছে নাইসেড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২১ এর আগস্ট মাসের মধ্যে প্রায় ৩০ কোটি ভারতীয় করোনা ভ্যাকসিন (COVID vaccine) পাবেন।

তবে করোনা টিকা আসছে, একথা চিন্তা করে যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না, তেমনটা নয় মোটেও। কারণ মাস্ক একরকম প্রায় জীবনের অঙ্গই হয়ে গেছে। ফলে ভ্যাকসিন এলেও মাস্ক পরতেই হবে। এবং সাবধানতা অবলম্বন করতেই হবে। দেশবাসীকে এ বিষয়ে বারবারই সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #corona vaccine, #firhad hakim

আরো দেখুন