রাজ্য বিভাগে ফিরে যান

সৌমিত্রর কুকথা, কোচবিহারে পুলিসে অভিযোগ তৃণমূলের

December 2, 2020 | < 1 min read

তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে ‘কুমন্তব্য’ করায় বিজেপি এমপি সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে আসেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্রবাবু।

কোচবিহার পুরসভার (Coochbehar Municipality) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পুরসভা এবং মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অভিযান করে বিজেপি। তার আগে এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটু কথা বলেন সৌমিত্র। ব্যক্তিগত পর্যায়ে নানা আপত্তিকর ভাষায় আক্রমণ করেন তৃণমূলের যুব সভাপতিকে। তাঁর সেই বক্তব্য ভাইরাল হতেই উত্তেজনা ছড়ায় কোচবিহারজুড়ে। তার রেশ পরে রাজ্য রাজনীতিতেও। জেলাজুড়ে ক্ষোভ বাড়তে থাকে।

এরপরই ঘটনার প্রতিবাদে যুব তৃণমূলের এক নেতা সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, সৌমিত্রবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোতোয়ালি থানার তরফে জানানো হয়েছে, সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে।

এদিকে, অভিযোগ দায়ের প্রসঙ্গে বিজেপির ওই এমপির বক্তব্য, রাজ্য পুলিস আমাদের বিরুদ্ধে প্রতিদিন আইনত ব্যবস্থা নেয়। আমার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা জেল খাটার ভয় পাই না। কারণ, আমরা লড়াই করতে জানি।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #soumitra khan

আরো দেখুন