মধ্যবিত্তের কপালে হাত, রাতারাতি বাড়ল রান্নার গ্যাসের দাম
রান্নার গ্যাসের দাম নিয়ে রাতারাতি ভোল বদল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির। ডিসেম্বর মাসে কলকাতায় ভর্তুকিবিহীন গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে বলে সোমবার রাতে জানিয়েছিল তেল কোম্পানিগুলির তরফে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ভোল বদল। মঙ্গলবার মাঝ রাতে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়। আর প্রতি সিলিন্ডারে যে পরিমাণ দাম বৃদ্ধি করা হয়েছে তা অসংখ্য গ্রাহককে আঁতকে তোলার জন্য যথেষ্ট। কারণ চলতি মাসে নতুন দামেই রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হবে সাধারণ মানুষকে। তার মধ্যে গ্রাহকরা রান্নার গ্যাসের সিলিন্ডার নিলে তাঁদের কত টাকা ভর্তুকি মিলবে, সেই বিষয়েও তেল কোম্পানিগুলির হেঁয়ালি অব্যাহত।
কোভিড মহামারি ও লকডাউন অর্থনৈতিক দুর্ভোগ ডেকে এনেছে দেশবাসীর জন্য। মূল্যবৃদ্ধির থাবায় মধ্যবিত্তের মাথায় হাত। আনাজ, শাক-সবজি থেকে শুরু করে অন্যান্য অত্যাবশ্যক সামগ্রীর দাম বাড়ছে। এই অগ্নিমূল্যের বাজারে গোদের উপরে বিষফোঁড়া রান্নার গ্যাসের দাম। আজ, বুধবার, ২ ডিসেম্বর থেকে কলকাতায় ভর্তুকিবিহীন ১৪.২ কিলোগ্রাম গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দাম হয়েছে ৬৭০.৫০ টাকা। এর আগে এই দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। ফলে এই দাম দিয়েই গার্হস্থ্যকে LPG সিলিন্ডার কিনতে হবে। পাশাপাশি, দাম বেড়েছে ৫ কিলো সিলিন্ডারেরও। এর দাম বেড়েছে ১৮ টাকা। ফলে নতুন দাম হয়েছে ২৪৮.৫০ টাকা।
নন-ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছিল তেল কোম্পানিগুলি। এ মাসে প্রতি নন-ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর নতুন দাম হয়েছে ১৩৫১.৫০ টাকা।
সোমবার জানানো হয়েছিল, চলতি মাসেও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। তার ২৪ ঘণ্টা পরেই মঙ্গলবার মাঝ রাতে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়। ১৯ কিলো নন-ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৫.৫০ টাকা বেড়ে হয়েছে ১৩৫১.৫০ টাকা। যদিও চলতি মাসে গার্হস্থ্য গ্যাস গ্রাহকরা সিলিন্ডার নিলে তাঁদের কত টাকা ভর্তুকি মিলবে, তা জানানো হয়নি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির তরফে।
এখন প্রতি মাসে রান্নার গ্যাসের মূল্য নির্ধারণ করে হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান অয়েলের মতো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। গত অগস্ট মাসে শহরে শেষবার রান্নার গ্যাসের দাম বেড়েছিল। দেশের অন্য তিন মেট্রো শহরে দাম অপরিবর্তিত থাকলেও সেবার কলকাতায় ভর্তুকিহীন প্রতিটি ১৪.২ কিলো ওজনের LPG সিলিন্ডারে দাম বেড়েছিল ৫০ পয়সা। তার আগে জুলাই মাসেও গ্যাসের দাম বেড়েছিল। তবে জুন মাসে ১৪.২ কিলো ওজনের গার্হস্থ্য LPG-র দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছিল তেল কোম্পানিগুলি। সে মাসে ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম ১১ টাকার বেশি বৃদ্ধি করে তারা।