আয়ুর্বেদিক ডাক্তারদের ওটি’র অনুমতির প্রতিবাদে ধর্মঘট চিকিৎসকদের

৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত এই ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

December 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আয়ুর্বেদিক চিকিৎসকদের (Ayurvedic doctors) অস্ত্রোপচারের অনুমতি দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে ১১ ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী ১২ ঘণ্টা চিকিৎসক ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। নন কোভিড চিকিৎসার ক্ষেত্রে এই ধর্মঘট লাগু হবে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে। যে কোনও ইমার্জেন্সি, চোট-আঘাত, প্রসব ইত্যাদি পরিষেবা এবং আইসিইউ, আইটিইউ ইত্যাদি জরুরি পরিষেবা ধর্মঘটের বাইরে থাকবে। সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোরে ধর্মঘট হবে। ওইদিন পরিকল্পিত অপারেশন বা ইলেকটিভ সার্জারি হবে না। মেডিক্যাল কলেজগুলির শিক্ষক চিকিৎসক, সরকারি চিকিৎসক, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন, ডাক্তারি পড়ুয়াদের সংগঠন, হাসপাতালগুলির সংগঠন, বিভিন্ন নার্সিং সংগঠনকে এই ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে আইএমএ।

আইএমএ সূত্রের খবর, সমস্ত ধরনের চিকিৎসা পদ্ধতিকে একছাতার তলায় আনতে নীতি আয়োগের তৈরি কমিটি ও আয়ুর্বেদিক ডাক্তারদের অপারেশনের অনুমতি— এই দুই কেন্দ্রীয় নির্দেশ বাতিলের দাবিতে ধর্মঘট সহ বিভিন্নভাবে আন্দোলনের ডাক দিয়েছে আইএমএ। তারই সূচনা হিসেবে ৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত এই ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen