উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপি ধোঁকা দিয়েছে, উপযুক্ত জবাব পাবেঃ গুরুং

December 4, 2020 | < 1 min read

বিমল গুরুং

নিরুদ্দেশ থেকে ফেরার পর আজ প্রথমবার এক বেসরকারি চ্যানেলে মুখোমুখি হন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। আগামী ৬ই ডিসেম্বর তাঁর প্রথম জনসভা শিলিগুড়িতে (Siliguri)।

পাহাড়ের রাজনীতির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, রোশন গিরি (Roshan Giri) আমাদের সাধারণ সম্পাদক। তিনি আর আমি অনেকদিন ধরে পাহাড়ের মানুষের জন্য কাজ করছি। অন্য গোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করতে পারবো না। তাদের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। আমাদের সঙ্গে মানুষ আছে। ২০২১ সালের নির্বাচনে তিন আসনেই আমি জেতাবো। আমি কাজ করে দেখাবো।

৬ই ডিসেম্বরের জনসভার বিষয়ে তিনি বলেন, ওই জনসভার মূল উদ্দেশ্য বিজেপি (BJP) যে আমাদের এত বছর ধরে ধোঁকা দিয়েছে, তা সকলকে জানানো এবং তার জবাব দিতে বলা। এরপর পাহাড়ে ভোট চাইতে আসার আগে বিজেপিকে ভাবতে হবে। স্থায়ী রাজনৈতিক সমাধান না করলে ভোট পাবেনা। ৬ তারিখের সমাবেশে শুধু গোর্খা নয়, রাজবংশী, আদিবাসী, মুসলিম সবাই আসবে।

সাড়ে তিন বছর কীভাবে কাটিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কেন ভোট দিতে বলবেন তিনি? এসব তিনি ৬ই ডিসেম্বরের জন্যই তুলে রাখেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Bimal Gurung, #gjm

আরো দেখুন