স্বাস্থ্য সাথীতে চার দিনে ৪ লক্ষ আবেদন জমা
চার দিনে চার লক্ষ আবেদনপত্র! প্রতিদিনই নিজের রেকর্ড নিজে ভাঙছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বপ্নের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ (Swasthya Sathi) ।
নভেম্বরের শেষদিকে মমতা (Mamata Banerjee) রাজ্যের সমস্ত পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকার এই বিমা প্রকল্পের ঘোষণা করেন। ১ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিবির করে আবেদনপত্র গ্রহণের কাজ চালু হয়। দেখা যায়, এই প্রকল্প ঘিরে জনমানসে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর—মাত্র চারদিনে আবেদনপত্রের সংখ্যা চার লাখ ছুঁইছুঁই! আবেদনপত্র গ্রহণ করার প্রথম পর্যায়ের শেষদিন, অর্থাৎ ১১ ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা ১৬-১৭ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন স্বাস্থ্যসাথী শাখার আধিকারিকরা। ১৫ ডিসেম্বর থেকে ফের এই কাজ শুরু হবে। ৩০ জানুয়ারির (January) মধ্যে চার দফায় আবেদনপত্র গ্রহণের কাজ চলবে।
দপ্তর সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আধিকারিকরা ধরেই রেখেছিলেন আনুমানিক ৫০ লক্ষ আবেদনপত্র জমা পড়তে পারে। সেইমতো প্রস্তুতি নিয়েছেন তাঁরা। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দপ্তরের সচিব এবং স্বাস্থ্যভবনের শীর্ষকর্তাদের সঙ্গে এ নিয়ে জরুরি বৈঠকও করেন।