বাঘ গণনায় সুন্দরবনে বসবে ১১৬৪ টি ক্যামেরা

এবার মোট ৫৮২টি জায়গায় ক্যামেরা বসানো হবে। যতগুলি ক্যামেরা এবার বসানো হচ্ছে, তার মধ্যে ৪০০টি দিয়েছে ডব্লুডব্লুএফ।

December 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুন্দরবনে (Sundarbans) বাঘ গণনার প্রক্রিয়া শুরু হল। শনিবার জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন সুন্দরবন টাইগার রিজার্ভের(Tiger reserve) কর্মীরা। এবার মোট ১১৬৪টি ক্যামেরা বসানো হবে বলে ঠিক হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত ছবি তোলা হবে। এদিন বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে কর্মীরা বিভিন্ন জায়গা চিহ্নিত করে ক্যামেরা বসানোর কাজ শুরু করেন।

 বনদপ্তর জানিয়েছে, এবার মোট ৫৮২টি জায়গায় ক্যামেরা বসানো হবে। যতগুলি ক্যামেরা এবার বসানো হচ্ছে, তার মধ্যে ৪০০টি দিয়েছে ডব্লুডব্লুএফ (WWF)। ক্যামেরা বসানোর জন্য মোট দশটি দল গঠন করা হয়েছে। প্রতিটিতে ১২ জন করে আছেন। গাছের গোড়ায় ক্যামেরা লাগানোর পাশাপাশি ড্রোন ও জিপিএস ব্যবস্থা ব্যবহার করা হবে। ক্যামেরায় ধরা পড়া ছবি পর্যালোচনা করে বাঘের সংখ্যা ঠিক করা হবে।

‘অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন’ প্রতি চার বছর অন্তর হয়। সারা দেশে এবং বাংলাদেশ শেষবার ২০১৭-১৮ সালে হয়েছিল। পরের পর্যায় এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এ দিন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেল। এই চার পর্যায়ের বা ফেজ ফোর ক্যামেরা ট্র্যাপিং দেশের টাইগার প্রজেক্টগুলি নিজস্ব সুবিধা অনুযায়ী বছরের একটা নির্দিষ্ট সময়ে করে।

সুন্দরবনের জঙ্গলের আবহাওয়া শীতকালে বাঘ গণনার অনুকূল। সে কারণেই এই প্রক্রিয়া শুরু করা হয় ডিসেম্বর মাসে। কারণ নোনা জল হওয়ার জন্য ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে অন্য সময়ে। শীতের সময়ে নদীতে জোয়ারের সময়ে জলের পরিমাণ‌ও কম থাকে। ফলে ক্যামেরা নিরাপদে রেখেই বাঘের ছবি তোলা যাবে।  সর্বশেষ পরিসংখ্যানে সুন্দরবনের বাঘের সংখ্যা হয়েছে ৯৬টি। এবারও বাঘের সংখ্যা বাড়বে, এমনটাই আশা বনদপ্তরের। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen