দেশ বিভাগে ফিরে যান

‘বেটি বাঁচাও বেটি পড়াও’ লেখা গাড়িতে নাবালিকা পাচারের চেষ্টা, চাঞ্চল্য

December 7, 2020 | 2 min read

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে হরিয়ানায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। প্রতিকী চিত্র

বরাবাজারে পাচার চক্রের হদিশ পেল পুলিস। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে হরিয়ানায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। তার আগেই পুলিসের জালে ধরা পড়ে ছ’জন। ধৃতদের মধ্যে পাঁচজন হরিয়ানার বাসিন্দা। একজন বরাবাজারেরই বাসিন্দা। সে স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছিল বলে জানতে পেরেছে পুলিস। পাশাপাশি একটি গাড়িও আটক করেছে পুলিস। তাতে লেখা ছিল ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ (Beti Bachao Beti Padhao) স্লোগান। ওই গাড়ি করেই নাবালিকাকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। ঘটনায় বরাবাজার থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃতদের জেরা করে বড়সড় আন্তঃরাজ্য নারী পাচার চক্রের হদিশ পাওয়া যাবে বলে মনে করছে পুলিস। রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিজয় সিং, পবন কুমার, সন্দীপ কুমার, হরপাল সিং, শিব সিং এবং ভাস্কর মাহাত। তাদের মধ্যে ভাস্করের বাড়ি বরাবাজারের পলমা গ্রামে। বাকিদের বাড়ি হরিয়ানায়।

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বরাবাজার থানার গগড়াডি গ্রামের বছর পনেরোর এক নাবালিকাকে হরিয়ানায় বিয়ে দেবে বলে জানিয়েছিল ভাস্কর। এর জন্য ওই নাবালিকার বাবাকে ৪১ হাজার টাকা দেওয়ারও কথা ছিল। ওই এলাকায় শনিবার হরিয়ানার একটি গাড়ি ও অপরিচিত কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে চাইল্ড লাইনের সদস্যরা বরাবাজার থানাতে খবর দেয়। পুলিসও নিজস্ব সূত্রে বিষয়টি জানতে পারে। পুলিস তৎপরতার সঙ্গে ওই এলাকায় গিয়ে গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে পুলিসের সন্দেহ হয়। তাদের পাশেই ওই নাবালিকাও ছিল। নাবালিকার কাছ থেকেই গোটা বিষয়টি জানতে পারে পুলিস। ওই নাবালিকা পুলিসকে জানায়, ভাস্কর নামে ওই ব্যক্তি তার বাবাকে টাকা দেওয়ার কথা বলে। ওই টাকার বিনিময়ে হরিয়ানায় ভালো পাত্রের সঙ্গে তার বিয়ে দেওয়ার কথা জানিয়েছিল। একথা জেনে অভিযুক্ত ছ’জনকেই গ্রেপ্তার করে পুলিস (Police)।

বরাবাজার থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাস্কর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করত। হরিয়ানা থেকে এক যুবককে বর সাজিয়েও এনেছিল ওই নারী পাচার চক্রের অভিযুক্তরা। এর আগেও এভাবে বরাবাজার থানা এলাকায় নাবালিকাকে বিয়ের নামে হরিয়ানা নিয়ে গিয়ে পাচার করা হয়েছে বলে অভিযোগ। তবে পুলিসকে সব থেকে অবাক করেছে, গাড়িতে লেখা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান। এই স্লোগানের মাধ্যমে তারা পুলিসের চোখে ধুলো দিতে চেয়েছিল বলে মনে করছে পুলিস। ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য নারী পাচার চক্রে আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Beti Bachao Beti Padhao

আরো দেখুন