রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার পুলিশ ‘হিজড়া’, রেড করতে এলে ধরে গাছে বেঁধে রাখবেন! – দিলীপ ঘোষ

December 7, 2020 | < 1 min read

বাংলার পুলিশকে নপুংসক আখ্যা দেওয়া হোক বা গাছে বেঁধে পেটানোর হুমকি, বারবারই নিজেদের সীমা পেরিয়ে গিয়েছে গেরুয়া শিবির। বিজেপির প্রতিটি জনসভা থেকে শুরু করে ক্লোসড ডোর, সবেতেই নিয়ম করে উচ্চারিত হয়, ক্ষমতায় এলে পুলিশকে দেখে নেওয়া হবে। এবার সেই ধারা বজায় রেখেই ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার মেদিনীপুরে দাঁড়িয়ে পুলিশকে ‘হিজড়া’ বলে কটাক্ষ করেছেন তিনি।

রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও জয়প্রকাশ মজুমদার। সেখান থেকে চাঁচাছোলা ভাষায় পুলিশ ও তৃণমূল কর্মীদের আক্রমণ করেন তিনি। যদিও মূলত তাঁর নিশানায় ছিল পুলিশ (Police)। তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় তৃণমূলের কর্মীরা বিজেপির নেতা-কর্মীদের ওপর হামলা করছেন। একাধিকবার আমার গাড়িও ভেঙেছে। কিন্তু পুলিশ কিছুই করছে না। বাংলার এই হিজড়া পুলিশ দিয়ে কিছু হবে না।’

এরপরই দলের নেতা-কর্মীদের পুলিশকে সায়েস্তা করার উপায় শিখিয়ে দেন দিলীপ। বলেন, যদি পুলিশ রেড করতে আসে, তাহলে তাঁকে ধরে গাছে বেঁধে রাখবেন। সকালে গ্রামবাসীরা বিচার করবে! দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল সাংসদ সৌগত রায় দিলীপকে ‘অসভ্য’ লোক বলে কটাক্ষ করেছেন। তাঁকে রাজনৈতিক ক্ষেত্র থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সৌগত বলেন, ‘উনি অর্ধশিক্ষিত, বাংলা জানেন না। যদি নিজেকে সংশোধন না করেন, তাহলে রাজনৈতিক ক্ষেত্র থেকে বহিষ্কার করা উচিত।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Police, #dilip ghosh

আরো দেখুন