দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আইন প্রত্যাহার করো, নয়তো ক্ষমতা ছাড়ো- কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

December 7, 2020 | < 1 min read

কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা (Farmer)। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের জনসভায় আবারও কৃষকদের আন্দোলনকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় বিঁধলেন বিরোধী বিজেপিকেও।
সোমবার সভামঞ্চে উঠেই কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন মুখ্যমন্ত্রী। দ্রব্যমূল্য নিয়ে একের পর এক কেন্দ্রকে নিশানা করেন তিনি। রাজ্যের হাত থেকে আলু, পিঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর তারপরই ধান ছুঁয়ে প্রতিজ্ঞা করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তাঁর কথায়, “কৃষকদের পাশে আছি, ছিলাম, থাকব। আগামিকালের কৃষকদের আন্দোলনকে সমর্থন করি।” কৃষি আইন প্রত্যাহার নিয়েও বিরোধী বিজেপি শিবিরকে জোরাল ভাষায় বিঁধলেন তিনি। কৃষি আইন প্রত্যাহার না করলে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, প্রথম থেকে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে দিল্লিতে গিয়ে আন্দোলনে অংশ নেবেন বলেও একবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন তিনি।

মমতা বলেন, আমরা কৃষকদের সাথে আছি। আমি নন্দীগ্রাম, সিঙ্গুর ভুলিনি। কাল থেকে ব্লকে ব্লকে ধর্না হবে। কালকের কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি। আমরা বনধ করে রুজি রোজগার বন্ধ করাকে সমর্থন করি না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bharat Bandh, #Farm Laws, #Farmers' protest

আরো দেখুন