তৃণমূল বিক্রি হওয়ার নয়: মমতা

তিনি গেরুয়া দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, সবার টাকার জবাব চাও।

December 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ মেদিনীপুরের জনসভা থেকে বিজেপিকে একের পর এক বাক্যবানে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, তৃণমূল বিক্রি হওয়ার নয়। তৃণমূল কংগ্রেস যখন প্রথম তৈরি হয়েছিল অনেকে অনেক কথা বলেছিল। মনে রাখবেন মাটিতে পেরেক পুঁততে গেলে মাটি ভেঙে যায়, আর পাথরে পুঁততে গেলে পেরেকটাই ভেঙে যায়। এখন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বটবৃক্ষ হয়ে গেছে। বিজেপিকে চ্যালেঞ্জ করছি তোমরা তৃণমূলকে কিনতে পারবে না।

তিনি গেরুয়া দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, সবার টাকার জবাব চাও। পিএম কেয়ারস-এর টাকার জবাব দাও। সংবাদ মাধ্যমগুলোকেও মিথ্যে বলতে বাধ্য করছে। ৩৪ বছর ধরে মার খেয়ে লড়ে এখানে এসেছি। কারো দয়ায় আসিনি। দি মনে করেন তৃণমূলকে ব্ল্যাকমেল করব, দুর্বল করব তাহলে বলব পারবেন না।

তাঁর প্রশ্ন, তোমরা রাফায়েল, পিএম কেয়ারসের (PM Cares) মতো দুর্নীতির হিসেব নেই আর আমাদের ছোট কোন গ্রাম পঞ্চায়েতে কিছু হলে হিসেব চাইবে। সব কিছু তো আমাদের হাতে থাকে না। আমরা অ্যাকশন নিই। আম্পানের টাকার হিসেব চাইছেন? টাকা দিয়েছেন যে হিসেব চাইবেন? সব প্রকল্প আমরা করব আর ওরা হিসেব চাইবে? বলছে ‘হয় জেলে থাক নয় ঘরে থাক’। প্রয়োজনে আময়রা যাব জেলে। আময়রা স্বাধীনতার জন্যে লড়ব। কিন্তু তবুও তোমাদের সাথে হাত মেলাব না। তাহলে আমরাও বিশ্বাসঘাতক হয়ে যাব।

তাঁর বক্তব্য, বহিরাগতরা বাংলায় এসে টাকা বিলোচ্ছে। তিনি বলেন, ওরা দাঙ্গা করে জাতপাত দেখিয়ে মানুষকে ভাগ করতে চায়। বিজেপির অনেক টাকা, গুন্ডা, ক্ষমতা আছে, বহিরাগত লোকেরা আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো কর্মী একটাও নেই। আমার সোনার ধানও নেই বাংলার মতো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen