বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি

আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন।

December 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার। রণক্ষেত্রের চেহারা নিল তিনবাতি মোড় এলাকা। আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করেন।

পুলিশের কাছে আগে থেকেই তৈরি ছিল জলকামানও। দু’টি জলকামান ব্যবহার করা হয়েছে বিজেপি (bjp) কর্মীদের ছত্রভঙ্গ করতে। তার পরেই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশের সঙ্গে। দীর্ঘক্ষণ ধরে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে থাকে পুলিশ। অন্য দিকে বিজেপি কর্মীরাও পাল্টা পাথরবৃষ্টি করতে থাকেন।

বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান (Uttarkanya Abhijan) ঘিরে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে পুলিশ। শিলিগুড়ির তিনবাতি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাস্তায় তুলে দেওয়া হয়েছে ব্যারিকেড। শিলিগুড়ি ঢোকার প্রায় সব রাস্তাতেই চলছে পুলিশের নাকা চেকিং।

দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসুরা মিছিল করে এগোতেই আটেক দেয় পুলিশ। উত্তরকন্যা থেকে প্রায় ৪ কিলোমিটার আগে ফুলবড়িতে আটকে দেওয়া হয়। সেখানে পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen