← দেশ বিভাগে ফিরে যান
মোদির ‘জনতা কারফিউ’ – কি বলছেন নেটিজেনরা?
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের কাছে আবেদন করেন আগামী ২২শে মার্চ, রোববার, সকাল ৭টা থেকে রাত নয়টা পর্যন্ত ‘জনতা কারফিউ’ পালন করার জন্য। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান সোশ্যাল ডিস্টেন্সিঙ অনুসরণ করতে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে।
প্রধানমন্ত্রীর ভাষণের সমাপ্তির পরে, নেটিজেনরা ‘জনতা কারফিউ’ সম্পর্কে তাদের মতামত জানান টুইটারে। রইল কিছু নমুনা:
শুধু হাসি ঠাট্টাই নয়, অনেকেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন
কিন্তু একদিনের কারফিউ কি এই বিপর্যয়ের মোকাবিলায় যথেষ্ট?