রাজ্য বিভাগে ফিরে যান

আজ উন্নয়নের রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের

December 10, 2020 | 2 min read

রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরে আজ, বৃহস্পতিবার রিপোর্ট কার্ড প্রকাশ করবে তৃণমূল। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নই হাতিয়ার রাজ্যের শাসক দলের। অন্যদিকে, বিজেপের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে জোড়াফুল। আজ দুপুর ১২ টা বেজে ১৫ মিনিটে রিপোর্ট কার্ডটি তুলে দেওয়া হবে সাংবাদিকদের হাতে।

বছর পার হলেই বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021)। কিন্তু এবছরের শীতের মরশুম থেকেই সরগরম বাংলার রাজনীতি। ভোটের উত্তাপ পুরোদস্তুর শুরু হয়ে গিয়েছে। ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই। আর এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হচ্ছে তৃণমূল। রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ চলছে। বুধবারও গান্ধীমূর্তির পাদদেশে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূলের কিষাণ খেতমজদুর শাখা। বৃহস্পতিবার গান্ধীমূর্তির পাদদেশে এই কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তার আগে এদিন রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে তৃণমূল প্রকাশ করবে রিপোর্ট কার্ড। দলের রাজ্য সদর দপ্তরে এই রিপোর্ট কার্ড (Report Card) প্রকাশিত হবে। নেতৃত্ব বলেছে, উন্নয়নের ১০ বছরকে তুলে ধরা হবে এই রিপোর্ট কার্ডে। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে রাজ্য কীভাবে এগিয়েছে, তা সবিস্তারে উল্লেখ থাকবে রিপোর্ট কার্ডে। এই আমলে বাংলার অগ্রগতিকে প্রচারে তুলে ধরতে চাইছে তৃণমূল। এই রিপোর্ট কার্ডে রাজ্যের বিভিন্ন দপ্তরের কথা উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে। কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা সহ অনেকগুলি প্রকল্প বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে এবং অর্জন করেছে পুরস্কার। তাছাড়া কেন্দ্রের কাছ থেকে পরপর কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে বাংলা। এই সব বিষয় রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে বলে খবর। কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলাদের জন্য বিভিন্ন দপ্তরে প্রকল্পের সাফল্যকে রিপোর্ট কার্ডে তুলে মানুষের কাছে নিয়ে যেতে চাইছে তৃণমূল (Trinamool)। আগামী ১১ ডিসেম্বর থেকে রাজ্যব্যাপী শুরু হচ্ছে বঙ্গধ্বনি কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পোঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Development Report Card

আরো দেখুন