আজকাল মৌলিক অধিকার খর্ব করার প্রবণতা দেখা যাচ্ছে: মমতা
মুখ্যমন্ত্রী আরও লেখেন, গত নয় বছরে রাজ্যে ১৯টি মানবাধিকার আদালত তৈরি করা হয়েছে। ১৯৯৫ সালে, আমার টানা প্রতিবাদ ও আন্দোলনের পর পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল।
December 10, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ বিশ্ব মানবাধিকার দিবস। সকলকে এই দিনটির শুভেচ্ছা জানিয়ে আবারও নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আজ টুইট করে বলেন, আজকাল গণতন্ত্র ধ্বংস করার, মৌলিক অধিকার খর্ব করার এবং মানুষের কণ্ঠরোধ করার প্রবণতা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষার্থে বদ্ধপরিকর রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী আরও লেখেন, গত নয় বছরে রাজ্যে ১৯টি মানবাধিকার আদালত তৈরি করা হয়েছে। ১৯৯৫ সালে, আমার টানা প্রতিবাদ ও আন্দোলনের পর পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল।