মন্ত্রিসভায় পাশ আত্মনির্ভর ভারত রোজগার যোজনা
১৫ হাজার টাকার কম বেতনের কর্মী নিয়োগ করা হলে, কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করে দেবে কেন্দ্রীয় সরকারই (Central Government)। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বুধবার। করোনা ও লকডাউনের সময় দেশজুড়ে হওয়া বিপুল কর্মী সঙ্কোচনের জেরে যে চরম জীবিকা সমস্যা তৈরি হয়েছে, তার ক্ষতিপূরণেই সরকার এই নয়া প্রকল্পের নাম দিয়েছে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা (Atmanirbhar Bharat Rozgar Yojana)। এই প্রকল্প অনুযায়ী ২০২০ সালের ১ অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমায় যে কোনও সংস্থায় চাকরি পাওয়া কর্মীর বেতন যদি ১৫ হাজার টাকার কম হয়, তাহলে, তার নিজের প্রদেয় ১২ শতাংশ এবং সংস্থার প্রদেয় ১২ শতাংশ অর্থাৎ মোট ২৪ শতাংশ প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করবে সরকার। শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গওয়ার বলেছেন, বেসরকারি সংস্থা যাতে আরও বেশি করে কর্মীনিয়োগে উৎসাহী হয়, সেই লক্ষ্য নিয়েই এই আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সংগঠিত ক্ষেত্রে কর্মীর সংখ্যাবৃদ্ধি পাবে।
এখন দেশে শ্রমমন্ত্রকের কাছে নথিভুক্ত সংগঠিত সেক্টরের কর্মীর সংখ্যা ১০ লক্ষ। এই সংখ্যা বিগত কয়েকবছর ধরেই বাড়ছে বলে মন্ত্রীর দাবি। তিনি বলেছেন, অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রে আরও বেশি করে কর্মীদের নিয়ে আসাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। যেহেতু বেসরকারি সংস্থার নতুন কর্মীদের প্রভিডেন্ট ফান্ড জমা করার কোনও দায় থাকবে না, তাই তারা নিশ্চিন্তে শুধুমাত্র বেতনের ভিত্তিতেই কর্মী নিয়োগ করতে পারে।