বিনোদন বিভাগে ফিরে যান

দেরিতে হলেও এবার কৃষকদের পাশে দাঁড়াচ্ছে টলিউড

December 11, 2020 | < 1 min read

‘গতকাল রাত্রে ডিনার করেছ? ভাল করে খেয়েছ তো? নাও থ্যাঙ্ক আ ফার্মার।’ কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালেন অভিনেতা সৌরভ দাস।

গত ২৩ দিন ধরে দিল্লি এবং পঞ্জাব ও হরিয়ানা সীমান্তে তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের (Farm Laws) বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। উত্তাল গোটা দেশ।

এমনকি চলচ্চিত্র জগতের বিশিষ্টরাও কৃষকদের সমর্থন জানাতে সোশ্যাল মিডিয়ায় (Social Media)নেমেছেন। এর আগে বলিউড তারকা কঙ্গনার সঙ্গে কুৎসিত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোশাঞ্জ। পরে দিলজিতের সুরে সুর মেলান বলিউডের আরও তারকারা।

এবারে পালা বাংলার। এক এক করে এগিয়ে আসছেন সকলে। সমর্থন জানিয়ে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakrobroty) ও কৃষক আন্দোলনের ছবি পোস্ট করে বুঝিয়েছিলেন তিনি কৃষকদের সঙ্গে আছেন। সোচ্চার হয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সায়নী ঘোষ সিঙ্গুরে শ্যুটিং করতে গিয়ে কৃষক রমণীদের পাশে দাঁড়িয়ে তাঁর পক্ষ বুঝিয়েছেন।

‘মন্টু পাইলট’-র অভিনেতা সৌরভ দাস ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো স্টোরি পোস্ট করে মনে করিয়ে দিলেন যে, কৃষকদের জন্যই মানুষ মুখে দু’টো ভাত তুলতে পারে। আর ওই খাবারটুকুর জন্য যে কৃষকদের ধন্যবাদ জানানো উচিত, সেটাও স্পষ্ট বললেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #farmers, #Farmers' protest

আরো দেখুন