রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলের ‘বঙ্গধ্বনি’ যাত্রার প্রচার শুরু আজ থেকে

December 11, 2020 | < 1 min read

সকাল থেকেই বঙ্গধ্বনি নিয়ে প্রচারে নেমে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। গত কাল, বৃহস্পতিবার চার পাতার রিপোর্ট কার্ড পেশ করেছে রাজ্যের শাসক দল। আজ, শুক্রবার থেকে রাজ্যের প্রতিটি বিধানসভার বিভিন্ন কেন্দ্রে, রাজ্যের প্রতিটি গ্রামে এই রিপোর্ট কার্ড নিয়ে যাবেন নেতা-মন্ত্রীরা।

সরকারি প্রকল্পের সুবিধা পৌছে দেওয়ার জন্য মানুষের কাছে চলতি মাসের শুরুতেই চালু করা হয়েছে প্রশাসনিক কর্মসূচি দুয়ারে সরকার (DuareSarkar)। এবার তারই সমান্তরাল ভাবে রাজ্য জুড়ে প্রচারে ঝাঁপাচ্ছে শাসক দল বঙ্গধ্বনি (Bangadhwani) নিয়ে। আর দলীয় এই প্রকল্প যথাযথ ভাবে মানা হচ্ছে কিনা তা নজর রাখার জন্য থাকছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা।

কলকাতা ও পাশ্ববর্তী জায়গায় এদিন থেকেই রাস্তায় নামছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম,মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী অরুপ বিশ্বাস। এছাড়া জেলায় জেলায় রাস্তায় নামছেন মন্ত্রী গৌতম দেব, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ অনেকেই। প্রথমে নিজ নিজ দফতরের প্রকল্প উন্নয়ন নিয়ে সাংবাদিক সম্মেলন। তারপর মানুষের কাছে পৌছনোর জন্যে ছোট ছোট মিছিল বা সভা। আগামী কয়েকদিন এভাবেই মানুষের মন বুঝবে তৃণমূল কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Bhavan, #Trinamool Congress, #Bangadhoni

আরো দেখুন