উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

অশোকের বাড়িতে চুরির চেষ্টা, চাঞ্চল্য

December 11, 2020 | 2 min read

শিলিগুড়ির বিধায়ক তথা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যর (Ashok Bhattacharya) বাড়িতে চুরির চেষ্টা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে অশোকবাবুর বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়। অভিযোগ, দরজা ও আলমারির তালা ভেঙে কাসার বাসন চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বৃহস্পতিবার ঘটনাস্থলে স্নিফার ডগ নামিয়ে তল্লাশি করা হয়। ঘটনার সঙ্গে ছিঁচকে চোরের দল জড়িত বলে তদন্তকারীদের সন্দেহ। শীঘ্রই ঘটনার কিনারা করা হবে বলে পুলিস জানিয়েছে।

অশোকবাবু বলেন, বড়ির পুরনো অংশের ঘরের দরজা ও আলমারি ভেঙে বাসনপত্র চুরি করে দুষ্কৃতীরা। সেগুলি অবশ্য বাড়ির পিছন দিকে ফেলে চলে যায়। পরে তা উদ্ধার করা হয়। থানায় অভিযোগ করা হয়েছে। শিলিগুড়ি (Siliguri) থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

শহরের সুভাষপল্লিতে অশোকবাবুর বাড়ি। ওই বাড়ির প্রবেশপথেই রয়েছে বাড়ির পুরনো অংশ। সেখানে পর পর কয়েকটি রুম আছে। একটিতে নিয়মিত বসেন অশোকবাবু। বাকিগুলি তালাবন্ধ থাকে। বন্ধ রুমগুলির একটিতে হানা দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে দরজা ভেঙে ঘরে ঢোকার পর একটি আলমারির তালা ভাঙে দুষ্কৃতীরা। ঘরটি অন্ধকারাচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে। আলমারিতে কাসার বাসনপত্র রাখা ছিল। সেগুলি বস্তায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। সকালে স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিস। কিন্তু কোনও অভিযুক্ত ধরা পড়েনি।

অশোকবাবু বলেন, রাত ২টো নাগাদ এলাকার কুকুরগুলো খুব চিৎকার করছিল। বাড়ির পুরনো ঘর থেকে আওয়াজও আসছিল। এতে ঘুম ভেঙে যায়। তখন ঘরের দরজা খুলতেই দেখি, পুরনো ঘরের দরজা ভাঙা। সঙ্গে সঙ্গে পুলিসকে জানানো হয়। রাতেই পুলিস ঘটনাস্থলে আসে। এদিন সকালেও ঘটনার তদন্ত করতে পুলিস এসেছিল। চুরি হওয়া বাসনপত্র পাশের একটি নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার হয়েছে। সেগুলি ভারী থাকায় সম্ভবত নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ashok Bhattacharya

আরো দেখুন