বঙ্গভবনে ভাঙচুর বাংলার সংস্কৃতিকে অপমান, বললো তৃণমূল

সূত্রের খবর, রাত ১০টা নাগাদ বঙ্গভবনের সামনে একদল যুবক এসে তৃণমূলের বিরোধীতায় স্লোগান দিতে থাকে। বঙ্গভবনের বাইরের দেওয়ালেও কালো কালি লেপে দেয় তারা, ছোড়া হয় ইট।

December 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার নাড্ডা (JP Nadda) কলকাতা ছাড়ার পরেই দিল্লিতে চাণক্যপুরীর বঙ্গভবনের (BongoBhavan) সামনে বেশ কিছু বিজেপি সমর্থক জড়ো হয়। প্রথমে তারা প্রতিবাদ জানাতে থাকে। স্লোগান দিতে থাকে। এরপর জোর করে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করে। ভাঙচুর চালানোর চেষ্টা হয়। সূত্রের খবর, রাত ১০টা নাগাদ বঙ্গভবনের সামনে একদল যুবক এসে তৃণমূলের বিরোধীতায় স্লোগান দিতে থাকে। বঙ্গভবনের বাইরের দেওয়ালেও কালো কালি লেপে দেয় তারা, ছোড়া হয় ইট।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । তৃণমূলের পক্ষ থেকে টুইট করা হয়: বঙ্গভবনে ভাঙচুর প্রমান করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১০ বছরের উন্নয়নের কাজ কে খাটো করার জন্য বিজেপির কাছে হিংসায় হলো একমাত্র রাস্তা। বঙ্গভবনে ভাঙচুর বাংলার সংস্কৃতিকে অপমান।

এছাড়াও, ভাঙচুর চালায় হয়েছে তৃণমূলের এক সাংসদের বাড়িতে। এইধরনের আক্রমণ হলো পরোক্ষভাবে বাংলার মানুষের প্রতি আক্রমণ করা, জানায় তৃণমূল। এই একমনে তীব্র প্রতিবাদ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen