টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন বাইডেন ও হ্যারিস
টাইম ম্যাগাজিনের (Time Magazine) তরফে তাঁকে ‘হিরোস অব ২০২০’ নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি, ‘বিজনেস পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন অনলাইন প্ল্যাটফর্ম জুমের সিইও এরিক ইউয়ান।

জাতিবিদ্বেষের ক্ষত মুছিয়ে দিতে পারে সহমর্মিতা। মার্কিন যুক্তরাষ্ট্রকে বদলে দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন বাইডেন-কমলা জুটি। এই স্বপ্নের জোরেই এসেছে নির্বাচনী সাফল্য। এবার আরও একটি পালক জুড়ল প্রেসিডেন্ট-ইলেক্ট ও ভাইস প্রেসিডেন্ট-ইলেক্টের মুকুটে। টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ (Person of the Year)নির্বাচিত হলেন জো বাইডেন (Joe Biden) ও কমলা হ্যারিস (Kamala Harris)। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ভাইস প্রেসিডেন্ট টাইমের বর্ষসেরা ব্যক্তি হিসেবে নির্বাচিত হলেন। গত বছর এই শিরোপা পেয়েছিলেন সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। বাইডেন-হ্যারিস ছাড়াও এবার ‘পার্সন অব দ্য ইয়ার’ হওয়ার দৌড়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ন্যাশনাল ইনস্টিটিউট অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর অ্যান্থনি ফাউসি, করোনা মোকাবিলার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীরা এবং বর্ণবিদ্বেষ বিরোধী ‘দ্য মুভমেন্ট ফর রেসিয়াল জাস্টিস’ আন্দোলন। শেষ পর্যন্ত তাঁদেরকে টপকে ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন বাইডেন-হ্যারিস জুটি। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ চলাকালীন প্রায় ৭০ জন আন্দোলনকারীকে আশ্রয় দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাহুল দুবে। টাইম ম্যাগাজিনের (Time Magazine) তরফে তাঁকে ‘হিরোস অব ২০২০’ নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি, ‘বিজনেস পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন অনলাইন প্ল্যাটফর্ম জুমের সিইও এরিক ইউয়ান। ‘এন্টারটেইনমেন্ট অব দ্য ইয়ার’ স্বীকৃতি গিয়েছে দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের ঝুলিতে। ‘অ্যাথলিট অব দ্য ইয়ার’ বাস্কেটবল তারকা লেব্রন জেমস।