উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

তৈরি হবে করিমুল হকের বায়োপিক, আপ্লুত ‘অ্যাম্বুলেন্স দাদা’

December 14, 2020 | 2 min read

সবার প্রিয় ডুয়ার্সের ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের জীবন এবার স্থান করে নিতে চলেছেন সেলুলয়েড। তৈরি হবে করিমুল হকের বায়োপিক। যদিও গত দুবছর ধরেই জলপাইগুড়ির (Jalpaiguri) পদ্মশ্রী প্রাপ্ত ‘অ্যাম্বুলেন্স দাদা’ (Ambulance Man) কে নিয়ে সিনেমা তৈরির কথা শোনা যাচ্ছিল। তবে নানান কারণে সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে স্বপ্ন বাস্তাবায়িত হতে চলেছে। শুক্রবার মুম্বইতে প্রযোজক করিম মোরানির সঙ্গে চুক্তি পর্ব সেরে ফেলেছেন করিমুল হক। 

শুক্রবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ছিলেন পরিচালক বিনয় মুদগাল (Vinay Mudgal)। তিনিই ‘অ্যাম্বুলেন্স দাদা’র জীবন নির্ভর ছবির পরিচালক। জলপাইগুড়ির এক অখ্যাত গ্রাম রাজাডাঙার বাসিন্দা করিমুল হক। ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামেই পরিচিত তিনি। পদ্মশী পাওয়ার পরই তাঁর পরিচয় গোটা দেশের মানুষ জানতে পারেন। 

করিমুল হক জানান, তাঁর জীবনকাহীনী নিয়ে ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে ২০২০র জানুয়ারিতে। কিন্তু লকডাউনে সব হিসাব বদলে যায়। জানা যায়, করিমুল হকের (Karimul Haques) চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রয়াত অভিনেতা, সুশান্ত সিং রাজপুতের। কিন্তু ওঁর মৃত্যুতে সেটা আর হয়ে উঠল না। ”সুশান্তের মৃত্যুতে খুব মুষড়ে পড়েছিলাম”, বলে জানান করিমুল হক। অবশেষে পরিচালক বিনয় মুদগালের ফোন পেয়ে বুধবার মুম্বই উড়ে যান করিমুল। ফের নতুন করে তার জীবন নিয়ে ছবি তৈরির প্রস্তুতি শুরু হয়েছে।

করিমুল হকের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছিল সোনু সুদ অভিনয় করতে পারেন। তবে করিমুল হকের উচ্চতার থেকে সোনু সুদের উচ্চতা বেশি হওয়ায় সেই ভাবনা বাতিল হয়ে যায়। পরিচালক বিনয় মুদগাল জানিয়েছেন, করিমুল হকের চরিত্রে অভিনেতা নির্বাচনে চমক থাকবে। সেক্ষেত্রে শাহরুখ খানের নামও শোনা যাচ্ছে। এটি একটি অনুপ্রেরনামুলক ছবি হতে চলেছে বলে আশ করিমুল হকের। তিনি জানান, তিনি চান তাঁর মত অনেক মানুষ সমাজে দৃষ্টান্তমুলক কাজ করুক। তাঁদের জীবন নিয়েও এমন ছবি হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #Karimul Haques, #Ambulance Man

আরো দেখুন