দলের ভাঙা-গড়ার মাঝে উত্তরবঙ্গে মমতা
জলপাইগুড়ি পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন। এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চেপে জলপাইগুড়ির উদ্দেশে রওনা হন। জলপাইগুড়ির পুলিশ লাইনের হেলিপ্যাডে তিনি হেলিকপ্টার থেকে নামেন। সেখান থেকে সড়কপথে জলপাইগুড়ি ক্লাব রোডের পূর্ত দপ্তরের বাংলোতে আসেন মুখ্যমন্ত্রী।
এদিন বিকেলে পূর্ত দপ্তরের বাংলোয় জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার জেলার তৃণমূল নেতৃত্ব, বিধায়ক সহ অন্য জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে দুই জেলার কর্মীসভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, উত্তরবঙ্গে গত লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করেছে। বিশেষত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চা বলয়ে তৃণমূলকে (Trinamool) টেক্কা দেয় বিজেপি (BJP)। তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে তৃণমূল। এদিকে, বিধানসভা ভোটের আগে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত, তৃণমূলের আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি পুরসভার বিদায়ী চেয়ারম্যান মোহন বসু প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ করেছেন।