IIT মাদ্রাজে করোনার ছোবল! আক্রান্ত ৬৬ ছাত্রছাত্রী
কোভিডের ছোবলে এ বার বেসামাল আইআইটি মাদ্রাজ (IIT Madras)। সেখানকার ৬৬ জন ছাত্রছাত্রীর শরীরে মিলেছে করোনাভাইরাস। সতর্কতা নিতে প্রতিষ্ঠানের দফতর, সেন্টার, গবেষণাগার, গ্রন্থাগার বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্রের তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬৬ জন ছাত্রছাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি আরও ৭০০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। শিক্ষক ও ছাত্রছাত্রীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে।
IIT মাদ্রাজ বিবৃতি দিয়ে জানিয়েছে, হস্টেলগুলিতে এখন ১০ শতাংশ আবাসিক রয়েছে। কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসার পরই বাকি সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। হস্টেলের আবাসিকদের প্যাকেটজাত খাবার সরবরাহ করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ‘যে রিসার্চ স্কলাররা আগে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের তাতে অনুমতি দেওয়া হয়েছে।’
স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা প্রতিষ্ঠানে কাজ করছি। নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এমনটা হতে পারে বলে আমরা আগেই আশঙ্কা করেছিলাম। তবে এতে আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই। যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আগে কোভিড ১৯-এর হটস্পট হিসেবে মাথা তুলে দাঁড়ালেও চেন্নাই ও তামিলনাড়ুতে এক ধাক্কায় অনেকটাই কমে যায় সংক্রমণ। রবিবার রাজ্যে সংক্রমিত হয়েছেন ১,১৯৫ জন। চেন্নাইয়ে এই সংখ্যাটা ৩৪০। রাজ্যের মোট কোভিড (Covid 19) আক্রান্তের সংখ্যা ৮ লাখের কাছে চলে গেলেও, বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা মাত্র ১০,১১৫ জন।