রাজ্য বিভাগে ফিরে যান

৩৪১টি ব্লকেই টিকাকরণ কেন্দ্র গড়বে রাজ্য সরকার

December 15, 2020 | < 1 min read

কোভিড টিকাকরণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ব্লকে টিকাকরণ কেন্দ্র এবং সংশ্লিষ্ট পরিকাঠামো গড়ে তুলবে রাজ্য সরকার (State Government)। এজন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর পরিকল্পনা করছে। স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে, জেলাশাসক তাঁর জেলায় নোডাল অফিসার নিযুক্ত করবেন এবং প্রতি জেলারচিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ টিকার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ইতিমধ্যেই আইসিএমআর এর তরফে এই মর্মে একটি নির্দেশিকা পেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

আইসিএমআরও এই গণটিকাকরণ কর্মসূচির জন্য ব্লকস্তর পর্যন্ত পরিকাঠাম তৈরির কথা বলেছে। রাজ্য সরকার প্রতি ব্লকে টিকা কেন্দ্র তৈরির পাশাপাশি কোল্ডচেনের ব্যবস্থাও করবে টিকাগুলিকে রাখার জন্য। টিকা কেন্দ্রের ঘোষণার আগেই সমস্ত প্রয়োজনীয় দিক খতিয়ে দেখতে হবে জেলা স্বাস্থ্য দপ্তরকে (Health Department)। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যারা টিকার জন্য বিবেচিত হবে তাদের পরিচয়পত্র সহযোগে ব্লকস্তরে রেজিস্টার করতে হবে।

প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির যোদ্ধা, ৫০ বছরের বেশি বয়স্ক এবং ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ফুসফুসের রোগ এবং অন্যান্য কোমরবিডিটি আক্রান্ত যেকোনো বয়সের ব্যক্তিদের টিকা দেওয়া হবে। যারা এই টিকা নেবেন, তাদের অন্তত আধ ঘণ্টা এই কেন্দ্রে থাকতে হবে। স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই ৬ লক্ষ মানুষের তালিকা তৈরি করে ফেলেছেন যাদের প্রথম পর্যায়ে টিকা (Corona Vaccine) দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #corona vaccine

আরো দেখুন