ভাঁওতাবাজি নয়, বাংলায় কর্মসংস্থানের খতিয়ান দিল তৃণমূল
গতকালই তৃণমূলের রিপোর্ট কার্ডের পাল্টা ফেল কার্ড প্রকাশ করেছিল বিজেপি। আর তাঁদের সমস্ত অভিযোগ নস্যাৎ করে টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।
বিগত বছরগুলির কাজের খতিয়ান দিয়ে মঙ্গলবার তিনটি কার্ড টুইট করেছে তৃণমূল(Trinamool) সাংসদ ডেরেক। তিনি লিখেছেন, ‘নিচের ৩টে গ্রাফিক্সে দেখুন কতটা এগিয়ে বাংলা, ভাঁওতাবাজি নয়, কথা দিয়ে কথা রাখা। এই কারণেই সবাই আবার দিদিকে চায়।’
ওই গ্রাফিক্সে ডেরেক দেখিয়েছেন, বাংলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের (Employment) খতিয়ান। তুলে ধরেছেন বিনিয়োগের চিত্র। হিসাব দিয়েছেন সরকারি প্রকল্পের। গ্রাফিক্স থেকে দেখা যাচ্ছে, বঙ্গে টিসিএস-এ ৪০ হাজার কর্মসংস্থান হয়েছে। সিটিএস, আইবিএম এবং উইপ্রোতে যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার বেকার চাক্র পেয়েছেন। ফ্লিপকার্ট হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ডেরেক আরও জানিয়েছেন, বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। ১ কোটি নতুন কর্মসংস্থান হয়েছে।
সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরে ডেরেক আরও জানিয়েছেন, স্বনির্ভরতার লক্ষ্যে গতিধারা প্রকল্পে ২৮ হাজার যুবদের ১ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। ৬ লক্ষ যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নে এসেছে উৎকর্ষ বাংলা প্রকল্প। যুবশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন ১ লক্ষ যুবক।