চালের উপর জাতীয় পতাকা! রেকর্ড বাগনানের যুবকের
চালের উপর খালি চোখে ভারতের জাতীয় পতাকা (National Flag) এঁকে এবং তার উপরে জয়হিন্দ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুললেন সুনীত খাঁড়া। হাওড়ার বাগনান সংলগ্ন খালোড়ের বছর ৪০-এর সুনীতবাবুর সাফল্যে গর্বিত এলাকাবাসী। ছবিটি আঁকতে তাঁর সময় লেগছে ৪৭ সেকেন্ড। সোমবার রাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের পাঠানো পদক ও সার্টিফিকেট হাতে পেয়েছেন সুনীত।
ছোটবেলা থেকেই আঁকার প্রতি বাড়তি একটা ঝোঁক ছিল সুনীতের। রবীন্দ্রভারতী শ্রমিক বিদ্যাপীঠ থেকে কমার্শিয়াল আর্ট নিয়ে পড়াশোনার পর অঙ্কন শিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। সুনীত জানান, ‘চলতি বছরের ৩০ অক্টোবর একটি চালের উপর ফেব্রিক রং দিয়ে ছবিটি এঁকেছিলাম।’ পরে সেটা পাঠিয়ে দিই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দফতরে।’ ১২ নভেম্বর আসে সুখবর। সোমবার রাতে স্বীকৃতি স্বরূপ হাতে পাই একটি পদক, সার্টিফিকেট, ও পেন। খালোড়ে একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন সুনীত। তাঁর ইচ্ছে, এশিয়া বুক অফ রেকর্ডস ও ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। ইতিমধ্যে তিলের উপর আরবিআই চিহ্ন এঁকেছে সেটিকে বিভিন্ন জায়গায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রসঙ্গত, এর আগে বাগনানের পাতিনানের বাসিন্দা কলেজ ছাত্র রূপজিৎ শাসমল অড়হর ডালের উপর জাতীয় পতাকা এঁকে ও জয় হিন্দ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছিলেন। আর রূপজিতের পর সুনীতের এই সাফল্যে খুশি বাগনানবাসী।