পদের মোহ সত্যিই কি নেই শুভেন্দুর? তথ্য অন্য কথা বলে
এখন রাজনৈতিক মহল বা, বলা ভালো তৃণমূলে যে প্রশ্ন উঠছে যার কোনও পদের লোভ নেই, সে এতদিন এতগুলো পদে আসিন ছিলেন কেন?

ঘড়ির কাঁটা টিকটক করে প্রহর গুনছে। গোছগাছ শেষ। আজ কাল পরশু- যে কোনও সময় তৃণমূল (Trinamool) ছেড়ে বিজেপিতে (BJP) দেবেন তিনি। এর ঠিক আগে নিজের জন্মদিন অর্থাৎ ১৫ই ডিসেম্বর যেন সেই আবহই তৈরি করতে চাইলেন রাজ্য রাজনীতির অন্যতম দাপুটে নেতা শুভেন্দু অধিকারী।
হলদিয়ায় দাঁড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) এদিন বলেন, “একটা কথা বলে যেতে চাই, শুভেন্দু অধিকারী পদের লোভ করে না। অনেকে বলছিলেন পদ দেখিয়ে লোক আনছে। পদ ছাড়ুক, তার পর দেখব ক’জন লোক থাকে ওর সঙ্গে। তাই সই।”
প্রসঙ্গত, এই কিছুদিন আগে পর্যন্ত তিনি নিজে ছিলেন তিনটে দপ্তরের মন্ত্রী, হলদিয়া উন্নয়ন পষর্দের চেয়ারম্যান, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান, দলের সর্বোচ্চ ৭ জনের কোর কমিটির সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জেলার সভাপতি, দুটি জেলার নির্বাচনী পর্যবেক্ষক।
এছাড়া, বাবা এবং আর এক ভাই সাংসদ, বাবা দীঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, হলদিয়ার সব কারখানার গেটের শ্রমিক নেতা, আর এক ভাই কাঁথি পৌরসভার চেয়ারম্যান, ভাইয়ের স্ত্রী পৌরসভার কাউন্সিলর। রাজ্যের সাধারণ সম্পাদক।
এখন রাজনৈতিক মহল বা, বলা ভালো তৃণমূলে যে প্রশ্ন উঠছে যার কোনও পদের লোভ নেই, সে এতদিন এতগুলো পদে আসিন ছিলেন কেন? পরিবারের অন্যান্যরা এখনও পদে আসীন কেন?