কৃষকদের নিয়ে আলোচনা এড়াতেই সংসদ বন্ধ রাখার সিদ্ধান্ত: তৃণমূল

তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা রোজ সাংবাদিক বৈঠক করছি। প্রধানমন্ত্রী ৬ বছরে একটাও সাংবাদিক বৈঠক করেননি কেন?”

December 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কৃষকদের নিয়ে আলোচনা এড়াতেই সংসদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, আজ এ ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Shashi Panja)। তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা রোজ সাংবাদিক বৈঠক করছি। প্রধানমন্ত্রী ৬ বছরে একটাও সাংবাদিক বৈঠক করেননি কেন?”

কৃষক আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “কৃষক আন্দোলন নিয়ে কথা হবে এই ভয়ে সংসদ ভবন খুলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এতো বার বাংলায় ছুটে আসছেন, কিন্তু দিল্লিতে থেকেই বর্ডারে গিয়ে কৃষকদের সাথে একটু কথা বলতে পারছেন না!”

বিজেপির বিরুদ্ধে রাজনীতিতে মহিলাদের সুযোগ না দেওয়ার অভিযোগও করেন শশী পাঁজা। মহিলা সুরক্ষা নিয়েও মন্ত্রী বিভিন্ন রাজ্যে মহিলাদের ওপর হওয়া অপরাধের ক্ষতিয়ান দিয়ে বলেন, দেশে যেখানে মহিলাদের বিরূদ্ধে অপরাধ ২০ শতাংশ বেড়েছে সেখানে পশ্চিমবঙ্গে ২১ শতাংশ কমেছে। অজয় বিস্তের সরকার কি করছে বলে কটাক্ষ করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen