← দেশ বিভাগে ফিরে যান
দেশজুড়ে হাততালি, ঘন্টার আওয়াজে মুখরিত আকাশ
ঘড়ির কাঁটা ৫ টা বাজতেই দিকে দিকে উঠল হাততালির রোল। কেউ কেউ বাজালেন ঘন্টা, কাসর, থালা আবার শঙ্খও। বাড়ি থেকে বাইরে বেড়িয়ে আবার কেউ ঘরে বসেই হাততালি দিয়ে অভিনন্দন জানালেন জরুরী পরিষেবা প্রদান করা ব্যক্তিদের।
করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর বিশ্ব। চারিদিকে জারি করা হচ্ছে লকডাউন। কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে লকডাউন। আগামীকাল থেকে কলকাতা সহ সমগ্র জেলাজুড়ে জারি করা হবে লকডাউন। রবিবার দিন সমগ্র ভারত জুড়ে পালিত হচ্ছে জনতা কার্ফু। এর মধ্যেই বিকেল ৫ টায় জরুরীকালিন পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের হাততালি দিয়ে, ঘন্টা বাজিয়ে বা থালা বাজিয়ে সেই সকল ব্যক্তিদের উদ্দ্যেশ্যে অভিন্দন জানালেন মানু
দেখুন ভিডিও: