রাজ্য বিভাগে ফিরে যান

আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি- শুভেন্দুকে নাম না করে আক্রমণ দিব্যেন্দুর

December 20, 2020 | < 1 min read

বাবা শিশির ও ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) এখনও তৃণমূলের লোকসভার সাংসদ। শনিবার অমিত শাহের হাত ধরে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার কী করবেন দিব্যেন্দু? তাঁর প্রতিক্রিয়া,’এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। তৃণমূলের সাংসদ আছি, থাকব।’ এর পাশাপাশি বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে দিব্যেন্দুর শ্লেষ,’আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি।’ ছেলের দলবদল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শিশির অধিকারী।              

মেদিনীপুরের সভায় প্রত্যাশামতোই বিজেপির পতাকা হাতে নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নতুন দলে যোগদানের পর বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক দেন। দাদার এহেন ভোলবদল করলেও ভাই দিব্যেন্দু (Dibyendu Adhikari) থাকতে চান তৃণমূলেই। এ দিন হলদিয়ার সাংসদ বলেন,’এটা শুভেন্দুর অধিকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। একই পরিবারে আছি। তবে তৃণমূলের সংসদ আছি, থাকব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আগামী দিনেও থাকব।’ ভবিষ্যতে কি বিজেপিতে যাওয়ার সম্ভাবনা আছে? সাংবাদিকদের প্রশ্নে দিব্যেন্দু বলেন,’এটি অমূলক প্রশ্ন। আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি। আমার অবস্থান স্পষ্ট।’ 

হলদিয়াতে এ দিন সাংসদের অফিস ভাঙচুর করা হয়েছে। ঘটনায় তৃণমূলের কর্মীরা জড়িত বলে অভিযোগ। সে নিয়ে দিব্যেন্দু বলেন,’এটা দুষ্কৃতীদের কাজ। লোকসভার স্পিকারকে বিষয়টি জানিয়েছি। পুলিসেও খবর দেওয়া হয়েছে। রবিবার অফিসে যাব।

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #suvendu adhikari, #Dibyendu Adhikari

আরো দেখুন