উজ্জ্বলা যোজনা – গ্যাস সংযোগ বন্ধ প্রায় এক বছর
বিনা পয়সায় গ্যাস সংযোগ দেওয়ার স্কিমের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। গরিবদের জন্য ওই স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু গত এক বছরের উপর সেই স্কিমে নতুন সংযোগ দেওয়া বন্ধ। যে প্রকল্পকে উন্নয়নমূলক কাজ হিসেবে বারবার প্রচারে আনছে কেন্দ্র, সেই স্কিমেই আবেদন করেও সাড়া পাচ্ছেন না বহু গ্রাহক। কবে সেই প্রকল্প ফের চালু হবে, বা আদৌ চালু হবে কি না, তার কোনও স্পষ্ট উত্তর নেই।
গত ২০১৬ সালের ১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজ্জ্বলা যোজনার সূচনা করেন। পাঁচ কোটি গ্রাহককে ওই স্কিমে গ্যাস সংযোগ দেওয়ার টার্গেট বেঁধে দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় সরকার এর জন্য আট হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করে। প্রথম বছরে ২ কোটি ২০ লক্ষ সংযোগ দিতে পেরেছিল তারা। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে গ্রাহক সংখ্যা। ২০১৮ সালের কেন্দ্রীয় বাজেটে উজ্জ্বলা যোজনার টার্গেট বাড়িয়ে করা হয় আট কোটি। সেই কাজে গতি আনতে মোট ২১ হাজার ক্যাম্প করে প্রচারে নামে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। গত সেপ্টেম্বর মাসে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়। আর তারপরই স্কিমের আপাত-যবনিকা নামিয়ে দেয় কেন্দ্র। এদিকে উজ্জ্বলা যোজনার পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশের পরই জায়গা পেয়েছে বাংলা। প্রায় ৯০ লক্ষ পরিবার ওই স্কিমের আওতায় বিনা পয়সায় গ্যাস সংযোগ পেয়েছেন। এর থেকেই বোঝা যায়, প্রকল্পটি কতটা জনপ্রিয়, বলছেন সংশ্লিষ্ট মহলের কর্তাব্যক্তিরা।
স্কিমটি বন্ধ হল কেন? রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কর্তারা বলছেন, সরকারের টার্গেট পূরণ হওয়ার পরই তা বন্ধ করা হয়েছে। যে সফ্টওয়্যারের মাধ্যমে ওই স্কিমে গ্যাস সংযোগ দেওয়া হয়, সেই সফ্টওয়্যারটিও এখন অকোজো। তবে উজ্জ্বলা যোজনা বন্ধ হলেও, চাহিদা এতটুকু কমেনি বলেই জানাচ্ছেন সংস্থার কর্তা এবং গ্যাস ডিলাররা। তাঁদের কথায়, প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ২০১১ সালের আর্থ-সামাজিক শুমারির উপর ভিত্তি করে গরিবদের ওই যোজনার আওতায় আনা হবে। পরবর্তীকালে যখন টার্গেট বাড়ানো হয়, তখন রাজ্যের নিজস্ব বিপিএল তালিকাকেও গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সেই তালিকায় থাকা বহু মানুষ যেমন সংযোগ নেননি, তেমন এমন অনেক পরিবার আছে, যেখানে একটি সংযোগ নেওয়ার হয়েছে। কিন্তু পরবর্তীকালে সংসারে একাধিক রান্নাঘর হয়েছে বা পরিবার ভেঙে গিয়েছে, যেখানে একাধিক গ্যাস সংযোগ দরকার। সেইসব ব্যক্তিরা আবেদন করেও এখন উজ্জ্বলা যোজনায় গ্যাস পাচ্ছেন না। তাঁদের সাধারণ গ্রাহকদের মতোই পয়সা খরচ করে সংযোগ নিতে হচ্ছে।
করোনা সংক্রমণের পর সাধারণ মানুষেব হাতে নগদ পয়সার জোগান কমে যায়। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি যাতে এই অবস্থাতেও গ্যাসে রান্না করতে পারে, তার জন্য বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করে অর্থমন্ত্রক। বহু ব্যক্তির অভিযোগ, উজ্জ্বলা যোজনা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাঁরা ওই স্কিমের আওতায় ওই সুযোগ নিতে পারেননি। যোজনাটি বন্ধ হয়েছে এক বছরের উপর। নতুন করে তা আবার চালু করার কথাও শোনাচ্ছে না কোনও মহল। ফলে কেন্দ্রীয় সরকার নিম্নবিত্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও, বাস্তবে তা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ।