রবীন্দ্রনাথকে অপমান বিজেপির, জোড়াসাঁকোয় প্রতিবাদ তৃণমূলের

রবীন্দ্রনাথের ছবি অমিত শাহের ছবির নীচে লাগিয়ে বিশ্বকবিকে অপমান করেছে বিজেপি। এর প্রতিবাদে তৃণমূল কর্মীরা জোড়াসাঁকোয় প্রতিবাদ সভা করছেন।

December 20, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

রবীন্দ্রনাথের ছবি অমিত শাহের ছবির নীচে লাগিয়ে বিশ্বকবিকে অপমান করেছে বিজেপি। এর প্রতিবাদে আজ তৃণমূল কর্মীরা সকাল থেকে জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের জন্মস্থান প্রতিবাদ সভা করছেন। এমনটাই জানালেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি (Subrata Mukherjee)।

অমিত শাহের সফরের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানাতে ব্যানার, পোস্টারে বোলপুরকে প্রায় মুড়ে ফেলেছিল বিজেপি। সেই পোস্টার ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। ফ্লেক্সে দেখা যাচ্ছে, অমিত শাহের ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর তার নীচে বিজেপি নেতা অনুপম হাজরার ছবি। কেন ব্যানারে অমিত শাহর নিচে রবীন্দ্রনাথের স্থান? প্রশ্ন ক্ষুব্ধ রবীন্দ্রপ্রেমীদের।

ইদানীং বিজেপি’‌র বঙ্গ–প্রেম বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর ব্যাকড্রপে কখনও দক্ষিণেশ্বর মন্দির, কখনও বা কোচবিহার রাজবাড়ি। এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইলেন তাঁর সৈনিক অমিত শাহও। কিন্তু পোস্টারে ছবির অবস্থান ঘিরে উলটে নতুন বিতর্ক দানা বাঁধল।

আর এই ইস্যুকে হাতিয়ার করে আবারও বিজেপির বিরুদ্ধে রবীন্দ্রনাথকে অপমান করার অভিযোগ আনলো তৃণমূল। উল্লেখ্য, এই আগে বোলপুরকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলে বিতর্কে জড়িয়েছিলেন অমিত শাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen