এবার বড় পর্দায় ‘মহাশ্বেতা দেবী’
বড়পর্দায় আসছেন মহাশ্বেতা দেবী। বিশিষ্ট এই সাহিত্যিককে নিয়ে নতুন ছবি ঘোষণা করলেন পরিচালক অরিন্দম শীল। ‘মহানন্দা’ নামক এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন গার্গী রায়চৌধুরী, ঈশা সাহা ও গৌরব চক্রবর্তী। ছবির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন শুভেন্দু দাসমুন্সি ও অরিন্দম নিজে। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।
তবে তাঁর ছবি কোনওভাবেই মহাশ্বেতা দেবীর বায়োপিক নয়, জানালেন পরিচালক। ছবিতে মহাশ্বেতা অনুপ্রাণিত একটি চরিত্র থাকবে যার নাম মহানন্দা। এই চরিত্রে অভিনয় করছেন গার্গী। তিনি একজন লেখিকা। তার জীবনের সঙ্গে মহাশ্বেতা দেবীর জীবনের মিল থাকবে। অন্যদিকে একটি বিপরীতধর্মী পরিবার থেকে উঠে আসা মহালয়ার চরিত্রে দেখা যাবে ইশাকে। মহানন্দার জীবন ও কাজ থেকে উদ্বুদ্ধ হয়ে এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে মহালয়া।
ছবিতে উঠে আসবে মহাশ্বেতার লেখার বিষয়, যেখানে থাকবে বিরসা মুন্ডা, ঝাঁসির রাণী ও তিতুমীরের কথা। শুধুমাত্র সাহিত্যিকের নামকে অবলম্বন না করে তাঁর জীবন ও আন্দোলনকেও তুলে ধরার চেষ্টা করা হবে ‘মহানন্দা’র মাধ্যমে। ছবিতে আদিবাসী আন্দোলনের একটা বড় ভূমিকা থাকবে।