সিএএ নিয়ে ভিন্ন সুর অমিত, কৈলাশের, স্পষ্ট বার্তা চাইছেন শান্তনু

তাঁর আরও বক্তব্য, দলের অন্দরেই সিএএ নিয়ে মতানৈক্য রয়েছে। সাধারণ মানুষকে ধোঁয়ার মধ্যে রেখেছে বিজেপি। ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে দলের কর্মীদেরও। এরপর আরও দেরি করলে মতুয়ারা নিজেদের সিদ্ধান্ত নেবে।

December 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দীর্ঘদিন ধরেই মতুয়াদের মর্যাদার লড়াই হিসেবে নাগরিকত্বের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। বিজেপি সিএএ লাগু করতে ঢিলেমি করায় দলের সঙ্গে তাঁর সংঘাত চলছেই। 

কিছুদিন আগে কৈলাস বিজয়বর্গী ঠাকুরনগরে দাঁড়িয়ে বলেছিলেন, জানুয়ারিতে সিএএ (CAA) লাগু হবে। কিন্তু বোলপুরের সাংবাদিক বৈঠকে অমিত শাহের গলায় ভিন্ন সুর। তিনি বলেছেন, যতদিন না ভ্যাক্সিন আসছে, এসব কিছু হবে না।

আর এতেই ক্ষোভ প্রকাশ করলেন শান্তনু ঠাকুর। দৃষ্টিভঙ্গিকে ফোনে তিনি বলেন, অমিত শাহ কী বলতে চাইছেন, সেটা মতুয়া সমাজের কাছে এসে পরিষ্কার করুন। সিএএ লাগু করতেই হবে। না করলে তার ফল বিজেপি ভুগবে।

তাঁর আরও বক্তব্য, দলের অন্দরেই সিএএ নিয়ে মতানৈক্য রয়েছে। সাধারণ মানুষকে ধোঁয়ার মধ্যে রেখেছে বিজেপি। ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে দলের কর্মীদেরও। এরপর আরও দেরি করলে মতুয়ারা (Matua) নিজেদের সিদ্ধান্ত নেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen