← রাজ্য বিভাগে ফিরে যান
আত্মবিশ্বাসে ভরা প্রশান্তের চ্যালেঞ্জ বিজেপিকে
২০১৯ সালে লোকসভা ভোটে ফল খারাপ হওয়ার পর তৃণমূল আই প্যাক সংস্থাকে নিযুক্ত করে তাদের ২০২১ সালের ভোটের কৌশলী হিসেবে। এরপর থেকেই প্রায় অন্যান্য সমস্ত দলের তরফ থেকে ধেয়ে আসে বিদ্রুপ। মূল বিদ্রুপ অবশ্য আসে বিজেপির তরফেই। অথচ, এর আগে বিজেপিকে ভোটের কান্ডারি পার করিয়েই নাম হয় এই সংস্থার।
গত পরশু অমিত শাহ মেদিনীপুরে সভা করে বলেন, বিজেপি আসন্ন নির্বাচনে ২০০র বেশি আসন পাবে। তৃণমূলকে খুঁজে পাওয়া যাবেনা। আজ বিজেপিকেই (BJP) চ্যালেঞ্জ ছুঁড়ে ট্যুইট করেন সংস্থার কর্ণধার প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তিনি লেখেন, বিজেপিপন্থী মিডিয়ার উদ্দেশে বলছি, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যা পেরোতেও বেগ পাবে।
তিনি আরও লেখেন, এই ট্যুইটটি সেভ করে রাখতে পারেন। বিজেপি এর থেকে ভালো ফল করলে আমি এই কাজ ছেড়ে দেব।