বাংলা নিয়ে মিথ্যাচার করছে বিজেপি, তথ্য দিয়ে অভিযোগ ওড়ালেন সৌগত
আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সাংসদ সৌগত রায় (Saugata Roy)। দুয়ারে সরকার অভিযানের সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রবীণ সাংসদ।
তিনি বলেন, ৭৩৫টি শিবিরের মাধ্যমে ১৫ই ডিসেম্বর শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকারে মাধ্যমে ইতিমধ্যেই ১২টি প্রকল্প পৌঁছে গেছে ১.২৩ কোটি বাংলার মানুষের কাছে। এখন পর্যন্ত এই অভিযানের মাধ্যমে সরকার ব্যয় করেছে ৮,৭০০ কোটি টাকা। এছাড়া, প্রতি শিবিরে এখন বিনামূল্যে কোভিড পরীক্ষাও করা হচ্ছে।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) চরম নিন্দাও করেন। বলেন, বিজেপি বলছে আম্পানের টাকা চুরি হয়েছে। এদিকে এসডিআরএফ বাবদ প্রাপ্য ৩২,৩০০ কোটি টাকা রাজ্যকে এখনও দেয়নি কেন্দ্র। অমিত শাহ বলেন, স্বাধীনতার পর বাংলার জিডিপি দেশের এক তৃতীয়াংশ ছিল। সৌগত বাবু বলেন, এটা ভুয়ো। বরং গত দশ বছরে বাংলার জিডিপি বেড়েছে ৫৩ শতাংশ। রাজ্যে শিল্প বেড়েছে ৬০ শতাংশ। ররাজ্যবাসীর মাথা পিছু আয় ২০১০ সালে ছিল ৫১,৫৪৩ টাকা যা ২০১৯ সালে বেড়ে হয়েছে ১.০৯ লক্ষ টাকা।
সৌগত বাবুর কথায়, ওরা বলছে ওষুধ তৈরি হচ্ছে না। এদিকে রাজ্যে থাকা বেঙ্গল কেমিক্যল কেন্দ্র সরকার নিজেই বিক্রি করে দিচ্ছে। পাটশিল্পকে সাহায্য করতে রাজ্য সরকার ৭কোটি পাটের ব্যাগ কিনছে। চাল কেনার জন্য পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, তিনি বলেন, বাংলার শিল্প বৃদ্ধির হার দেশের শিল্প বৃদ্ধির হারের ৫ গুণ, ৩.১ শতাংশ। বাংলায় চাকরি বেড়েছে শতাংশ। গত ১০ বছরে ৯০ লক্ষ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, ১.১৮ লক্ষ কিলোমিটার নতুন রাস্তা হয়েছে। ২০১৬-১৮ সালে বাংলায় বিদেশী বিনিয়োগ বেড়েছে ২৪ গুণ। ১০ বছরে রাজ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ৩ গুণ। হাসপাতালের বেডের সংখ্যা দেশের মধ্যে সবথেকে বেশি বাংলায়। ডাক্তার বেড়েছে ২১৯ শতাংশ এবং নার্স বেড়েছে ৫৩ শতাংশ।
সৌগত বাবুর যুক্তি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সবথেকে বেশি বেড়েছে উত্তরপ্রদেশে (৫৬%) সেখানে বাংলায় তা কমেছে ২১ শতাংশ। টানা দুই বছর এনসিআরবি রিপোর্টে কলকাতা দেশের সবথেকে নিরাপদ শহর।