আজ থেকে শুরু নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রেলের ট্রায়াল রান
আজ, বুধবার শুরু হবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর (Noapara-Dakshineswar Metro)মেট্রোর ট্রায়াল রান। দীর্ঘদিনের অপেক্ষা শেষে নর্থ-সাউথ করিডরে এই সম্প্রসারিত অংশে প্রথমবারের জন্য গড়াবে মেট্রোর রেক। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নোয়াপাড়া থেকে বিশেষ একটি রেক ট্রায়াল রানের জন্য যাত্রা শুরু করবে। তা বরানগর স্টেশন হয়ে দক্ষিণেশ্বরে পৌঁছবে। ফের একই পথে তা ফিরে আসবে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি নিজে এই ট্রায়াল রানে উপস্থিত থাকবেন। এই যাত্রার পর গোটা পথে প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে চূড়ান্ত সংযোজন করা হবে। ইতিমধ্যেই চূড়ান্ত ছাড়পত্রের জন্য কমিশনার্স অব রেলওয়ে সেফটির কাছে পরিদর্শনের জন্য আবেদন জানানো হয়েছে। বুধবারের ট্রায়াল রান(Trial Run) ভালোভাবে মিটলে দ্রুত ছাড়পত্র পাওয়ার জন্য পদক্ষেপ করবে মেট্রো কর্তৃপক্ষ।
এদিকে, বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর বাড়তি ভিড় এড়াতে গোটা দিনে ২১৬টি রেক চালাবে মেট্রো রেল। প্রতি সাত মিনিট অন্তর এই পরিষেবা পাবেন যাত্রীরা। কবি সুভাষ এবং দমদম থেকে সকাল সাতটায় প্রথম ট্রেন ছাড়বে। দুই প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। ওইদিন কেবলমাত্র পুরুষ যাত্রীদের জন্য দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ই-পাস লাগবে। মহিলা, প্রবীণ নাগরিক এবং ১৫ বছর বা তার কম বয়সিদের জন্য ই-পাস লাগবেই না। এদিকে, ভাড়া ছাড়াও মেট্রোর আয় বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় এই সংস্থা। মেট্রোর তরফে জানানো হয়েছে, ৯টি স্টেশনের ব্র্যান্ডিংয়ের জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। এখানে বেসরকারি সংস্থার বিশেষ বিজ্ঞাপন মেট্রো স্টেশনগুলিতে শোভা পাবে। স্টেশনগুলি হল, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এবং বরানগর।