কৃষকদের পাশেই বাংলার সরকার, কাজের খতিয়ান দিলেন মমতা

কেন্দ্রের কৃষকবিরোধী আইনের বিরুদ্ধে কৃষকদের পাশে আছেন মমতা, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

December 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ কৃষক দিবস (Farmers Day)। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় এই দিন। আর আজকের দিনেই আবারও কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ ট্যুইট করে তিনি লেখেন, দেশের অর্থনীতিতে কৃষক ভাই ও বোনেদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের নিঃস্বার্থ পরিশ্রমের কারণেই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন।

এর পাশাপাশি তিনি তুলে ধরেন রাজ্য সরকারের কৃষি ক্ষেত্রে কিছু সাফল্যের কথা। তিনি লেখেন, রাজ্য সরকার কৃষকদের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন ৭৩ লক্ষ ছোট ভাগচাষী। এই প্রকল্পে কৃষকদের বার্ষিক একর প্রতি ৫ হাজার টাকা দেওয়া হয়। ১৮-৬০ বছরের মধ্যে কোনও কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ আর্থিক সহায়তা করা হয়।

এছাড়া, আরও খতিয়ান তুলে তিনি বলেন, কৃষিক্ষেত্রে কর সম্পূর্ণ মুকুব করা হয়েছে। রাজ্য সরকার ন্যুনতম সহায়ক মুল্যে সরাসরি ধান সংগ্রহ করে কৃষকদের থেকে এবং তাদের প্রাপ্য টাকা দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেন্দ্র সরকার বাংলার কৃষকদের থেকে ধান সংগ্রহ করে না।

কেন্দ্রের কৃষকবিরোধী আইনের বিরুদ্ধে কৃষকদের পাশে আছেন মমতা, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen