← তথ্য যাচাই বিভাগে ফিরে যান
বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ভিডিও নতুন বলে চালানোর নোংরা রাজনীতি বিজেপির
দাবি
সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও। বিজেপি অনুগামীরা মূলত ভিডিওটি শেয়ার করছেন এবং সাথে লিখছেন, “ভাজপা মমতা বানুকে পাগল করে তবে দম নেবে”।
ভিডিওটিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কোন কারণে হতাশ হয়ে পড়েছেন এবং হতাশা থেকে কিছু বলছেন। বলা হচ্ছে বিজেপিই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা করেছে।
সত্যতা
ভিডিওটি আদৌ এই সময়কার নয়। ভিডিওটি ২০০৬ সালের। বিধানসভায় প্রতিবাদ চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয়ঙ্কর ভাবে নিগৃহীত হতে হয় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের কাছে। আহত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোন রকমে ঘটনার বিবৃতি দিচ্ছেলেন সংবাদ মাধ্যমের কাছে। এটি তারই ভিডিও।
অর্থাৎ বিজেপি অনুগামীদের ভিডিওটির সাথে করা দাবি সম্পূর্ন ভুয়ো।