ইভে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী, অংশ নিলেন ক্যারোলে
পুরো অনুষ্ঠানটি বসে দেখেন মুখ্যমন্ত্রী।
December 25, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ক্যানিং স্ট্রিটে(Canning Street) পর্তুগিজ চার্চে (Portuguese church)ক্রিসমাস ইভের(Christmas Eve) অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রত্যেক বছরই বড়দিনে রাত ১২টায় পর্তুগিজ চার্চে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। তবে এবার কোভিড(COVID19) বিধির জন্য রাতের পরিবর্তে সন্ধ্যাতেই চার্চে যান মুখ্যমন্ত্রী।

ওখানে প্রাক বড়দিন উত্সবে যোগদান করেন। এদিন সন্ধ্যায় চার্চে ক্যারোল হয়। পুরো অনুষ্ঠানটি বসে দেখেন মুখ্যমন্ত্রী।

চার্চের তরফে ফাদার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। ফাদার বলেন, “কোভিডের সময় রাজ্য প্রশাসন যেভাবে কাজ করেছে তা খুবই প্রশংসনীয়। কোভিড তাই সেভাবে ছডাতে পারেনি।”

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন চার্চে উপস্থিত ছিলেন পুলিস কমিশনার অনুজ শর্মাও।