রাজ্য বিভাগে ফিরে যান

কৃষি-শিল্প পার্ক তৈরি হবে সিঙ্গুরে – স্বাগত জানালেন কৃষকরা

December 26, 2020 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার একদিনের মধ্যে সিঙ্গুরে (Singur) প্রস্তাবিত কৃষি-শিল্প পার্ককে স্বাগত জানালেন সেখানকার কৃষকরা। তাঁরা জানিয়েছেন এতে সেই অঞ্চলের কৃষি ও শিল্প – দুই ক্ষেত্রেরই বিপুল উন্নতি হবে।

সিঙ্গুর স্টেশনের কাছে, ন্যাশনাল হাইওয়ে ২-এর সংলগ্ন ১১ একর জমির ওপর তৈরি হবে এই কৃষি-শিল্প পার্ক। কোনো জমি জবরদখল করে এই পার্ক তৈরি করা হচ্ছেনা।

এই কৃষি-শিল্প পার্কের দ্বারা দুভাবে উপকৃত হবেন চাষীরা – (১) এর জেরে তাঁরা তাঁদের ফসল অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন, (২) স্থানীয় যুবক-যুবতীরা চাকরি পাবেন এই পার্কে।

এই উদ্যোগকে দুহাত ভরে স্বাগত জানিয়েছেন সিঙ্গুরের কৃষকরা। এর আগে প্রতিশ্রুতিমত সিঙ্গুরের কৃষকদের ৯৯৭ একর জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের সবরকম সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার সরকার, যাতে দুই ফসলি, তিন ফসলি জমির উর্বরতা ফিরিয়ে দেওয়া যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #agriculture

আরো দেখুন