কোনও স্পেকুলেশন করবেন না বাবাঃ সৌরভ গঙ্গোপাধ্যায়
রাজনীতিতে তিনি কি পা রাখবেন, নাকি অন্য কোনোভাবে তাঁর উদয় হবে? সেই নিয়ে সমানে জল্পনা চলছিল, কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankhar) সঙ্গে সাক্ষাৎ শেষে সেই প্রশ্নে জবাবও দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি প্রায় দেড় ঘণ্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে জানালেন, “উনি রাজ্যপাল হয়ে আসার পরে সাক্ষাৎ হয়নি, তাই প্রথম রাজভবনে এসেছিলাম দেখা করতে। আসলে উনি কোনোদিন ইডেনে যাননি। ওনাকে ইডেন(Eden Gardens) দেখাতে আজই নিয়ে যেতাম। কিন্তু এদিন প্র্যাকটিস হচ্ছিল বলে সম্ভব হয়নি। সামনের সপ্তাহেই ওঁকে আমি ইডেন দেখাব।”
তারপরেই মিডিয়ার প্রশ্ন ছিল, এটা কি নেহাতই সৌজন্য সাক্ষাৎপর্ব? এককথায় নিজেই প্রশ্নটিকে টেনে নিয়ে মহারাজ জবাব দিয়ে দিয়েছেন। তিনি তারপরে হেসেই সাংবাদিকদের বলেছেন, “একেবারেই তাই, এটা সৌজন্য সাক্ষাৎ, কোনও স্পেকুলেশন করবেন না বাবা!”
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্মন্ত্রী অমিত শাহ সমাবেশে এসে বলে গিয়েছিলেন, বাংলার কোনও ভূমিপুত্রহ বিজেপি-তে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ হবেন। সেই কথা বলার কয়েকদিনের মধ্যেই রাজভবনে সৌরভের যাত্রা নিয়ে অনেকেই নানা জল্পনার রং মেশাচ্ছিলেন। কিন্তু তিনি যেভাবে বাপি বাড়ি যা ঢঙে ওই প্রসঙ্গটি ওড়ালেন, তাতেও একটি প্রশ্ন উঠছে।
সৌরভ রবিবার ছুটির দিনে বিকাল ৪-৪০ মিনিটে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। তাঁদের মধ্যে সাক্ষাৎপর্বের সময় ছিল আধ ঘন্টা। কিন্তু দেড় ঘন্টা ধরে কী কথা হল, তা নিয়ে কৌতুহল ছিল বিস্তর। অনেকে এও বলছেন, এত দীর্ঘক্ষণ সময় ধরে নিশ্চয় ক্রিকেটের কথা হয়নি! আর কী কথা হয়েছে, সেই নিয়ে দুইপক্ষই কিছু জানাননি। যদিও সৌরভের সঙ্গে সাক্ষাৎপর্ব শেষে রাজ্যপালও নিজেই টুইট করে ইডেন গার্ভেন্স দেখতে যাওয়ার কথা লেখেন।
সৌরভ অবশ্য এদিন পৌনে সাতটার পরে রাজভবন থেকে বেরিয়ে ক্রিকেট নিয়েই কথা বলতে শুরু করেন। তিনি জানান, “ভারতীয় দল ৮২ রানে লিড নিয়েছে মেলবোর্ন টেস্টে, তাই জয়ের সুযোগ রয়েছে এই টেস্টে।” এমনকি দলের অধিনায়ক রাহানের সেঞ্চুরি নিয়েও বোর্ড সভাপতিকে বেশ তৃপ্ত দেখিয়েছে। তিনি বলেন, “রাহানের প্রশংসা তো সবাই করছে, আমারও ভালো লেগেছে ওর ব্যাটিং।”